ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ এ বছর শীত কম হবে, নাকি বেশি হবে? শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানাল মোদি সরকার আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলার প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ সীমান্ত এলাকায় আরাকান আর্মি, কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে? শেখ পরিবারের কে কোথায় আছেন? শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবে ভুয়া মুক্তিযোদ্ধারা: উপদেষ্টা শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাঁথা শুনলেন প্রধান উপদেষ্টা ইজতেমায় ১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্কতা ‘শেখ হাসিনা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন’ দিল্লিকে ঢাকা লন্ডনে দেখা মিলল পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য ‘সমীচীন’ নয়: দিল্লিকে ঢাকা বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘দৃঢ় ও ঘনিষ্ঠ’: ড. ইউনূস ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বাইক বিক্রি করেছেন , মালিকানা পরিবর্তন করছে না , কি করনীয় ?

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 65
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাইক বিক্রি করার পর মালিকানা পরিবর্তন করছে না , এমন সমস্যার সম্মুখীন অনেকেই জীবনে একবার হলেও হয়েছেন। আমি কয়েকবছর আগে একটা বা ব্যবহার করতাম, পরবর্তিতে আমি বাইকটা আমার এক ভাইয়ের কাছে বিক্রি করে দেই। তখন পর্যন্ত সব ঠিক ছিলো, কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন আমার ভাই বাইকটা আরেকজনের কাছে বিক্রি করে দেয় এবং সে মালিকানা পরিবর্তন নিয়ে বিভিন্ন সমস্যা শুরু করে।

একদিন সকালে বিআরটি এ থেকে আমার নিকট একটা ফোন আসে , আপনার বাইকটা কই আছে বাইকটি নিয়ে একটা অভিযোগ আছে আমাদের কাছে। যাক এই ইস্যুটাকে কেন্দ্র করে আমি একটা সমস্যার সম্মুখীন হই। এখান থেকে আমি জিনিসগুলো জানতে পারলাম, যে কাজগুলো আমি করেছি আজ সেই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

বাইক বিক্রি করেছেন , মালিকানা পরিবর্তন করছে না , কি করনীয় ?

১- আপনি যতো পরিচিত মানুষের কাছেই বাইক বিক্রি করেন না কেনো , বাইকের সব কাগজপত্রের একটা কপি অবশ্যই নিজের কাছে রাখুন। টি,ও ফরম , টি,টি, ও ফরম, বিক্রয় রশিদ এই জিনিসগুলোর একটা কপি অবশ্যই করে রাখবেন। আর আপনি যার কাছে বাইকটি বিক্রি করেছেন তার ন্যাশনাল আইডি এর একটা কপি অবশ্যই রেখে দিবেন। যদি কেউ এই জিনিসগুলো ছাড়া বাইক কিনতে আসে তাহলে বাইক বিক্রয় না করায় উত্তম।

২- বাইক বিক্রি করার পর যত দ্রুত সম্ভব মালিকানা পরিবর্তন করিয়ে নিন। সবচেয়ে ভালো হয় বাইক বুঝিয়ে দেয়ার দিন মালিকানা বদলি করে ফেলুন। এখন কথা হচ্ছে বাইক বিক্রি করে দিছেন কিন্তু মালিকানা এখনো পরিবর্তন করে নি অথবা আপনার সাথে কোন প্রকারের যোগাযোগ করছে না সেক্ষেত্রে কি করবেন ?

৩- যদি কেউ আপনার সাথে এমন করে তাহলে আপনার এলাকায় থানায় যান, সেখানে গিয়ে এই সংক্রান্ত একটা জিডি করুণ। অনেকেই আছেন যারা থানায় যেতে ভয় পান , কিন্তু এখানে ভয়ের কিছু নেই। আপনি পুলিশকে সব কথা বলুন এবং বিস্তারিত বর্ননা দিয়ে একটা জিডি করে রাখুন। অবশ্যই জিডির কপি সাথে নিয়ে সংরক্ষণ করে রাখুন। এতে পরবর্তিতে কোন সমস্যা হলে আপনি নিরাপদ থাকবেন।

৪- এরপর ডিজির কপি নিয়ে আপনার বাইক যে বি আর টি এ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে উক্ত বি আর টি এ তে যান এবং AD সাহেবের কাছ থেকে রিসিভ করিয়ে আনুন। অর্থাৎ উক্ত বি আর টি এ অবগত থাকলো বাইকটি আপনার কাছে নেই।

 

নিরাপদ থাকতে চাইলে বাইক বিক্রির দিন মালিকানা পরিবর্তন করে ফেলুন। কারন বিপদ কখনো বলে আসে না , তাই সব সময় সর্ব্বোচ্চ সতর্ক থাকা উচিৎ। সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইক বিক্রি করেছেন , মালিকানা পরিবর্তন করছে না , কি করনীয় ?

আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

বাইক বিক্রি করার পর মালিকানা পরিবর্তন করছে না , এমন সমস্যার সম্মুখীন অনেকেই জীবনে একবার হলেও হয়েছেন। আমি কয়েকবছর আগে একটা বা ব্যবহার করতাম, পরবর্তিতে আমি বাইকটা আমার এক ভাইয়ের কাছে বিক্রি করে দেই। তখন পর্যন্ত সব ঠিক ছিলো, কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন আমার ভাই বাইকটা আরেকজনের কাছে বিক্রি করে দেয় এবং সে মালিকানা পরিবর্তন নিয়ে বিভিন্ন সমস্যা শুরু করে।

একদিন সকালে বিআরটি এ থেকে আমার নিকট একটা ফোন আসে , আপনার বাইকটা কই আছে বাইকটি নিয়ে একটা অভিযোগ আছে আমাদের কাছে। যাক এই ইস্যুটাকে কেন্দ্র করে আমি একটা সমস্যার সম্মুখীন হই। এখান থেকে আমি জিনিসগুলো জানতে পারলাম, যে কাজগুলো আমি করেছি আজ সেই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

বাইক বিক্রি করেছেন , মালিকানা পরিবর্তন করছে না , কি করনীয় ?

১- আপনি যতো পরিচিত মানুষের কাছেই বাইক বিক্রি করেন না কেনো , বাইকের সব কাগজপত্রের একটা কপি অবশ্যই নিজের কাছে রাখুন। টি,ও ফরম , টি,টি, ও ফরম, বিক্রয় রশিদ এই জিনিসগুলোর একটা কপি অবশ্যই করে রাখবেন। আর আপনি যার কাছে বাইকটি বিক্রি করেছেন তার ন্যাশনাল আইডি এর একটা কপি অবশ্যই রেখে দিবেন। যদি কেউ এই জিনিসগুলো ছাড়া বাইক কিনতে আসে তাহলে বাইক বিক্রয় না করায় উত্তম।

২- বাইক বিক্রি করার পর যত দ্রুত সম্ভব মালিকানা পরিবর্তন করিয়ে নিন। সবচেয়ে ভালো হয় বাইক বুঝিয়ে দেয়ার দিন মালিকানা বদলি করে ফেলুন। এখন কথা হচ্ছে বাইক বিক্রি করে দিছেন কিন্তু মালিকানা এখনো পরিবর্তন করে নি অথবা আপনার সাথে কোন প্রকারের যোগাযোগ করছে না সেক্ষেত্রে কি করবেন ?

৩- যদি কেউ আপনার সাথে এমন করে তাহলে আপনার এলাকায় থানায় যান, সেখানে গিয়ে এই সংক্রান্ত একটা জিডি করুণ। অনেকেই আছেন যারা থানায় যেতে ভয় পান , কিন্তু এখানে ভয়ের কিছু নেই। আপনি পুলিশকে সব কথা বলুন এবং বিস্তারিত বর্ননা দিয়ে একটা জিডি করে রাখুন। অবশ্যই জিডির কপি সাথে নিয়ে সংরক্ষণ করে রাখুন। এতে পরবর্তিতে কোন সমস্যা হলে আপনি নিরাপদ থাকবেন।

৪- এরপর ডিজির কপি নিয়ে আপনার বাইক যে বি আর টি এ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে উক্ত বি আর টি এ তে যান এবং AD সাহেবের কাছ থেকে রিসিভ করিয়ে আনুন। অর্থাৎ উক্ত বি আর টি এ অবগত থাকলো বাইকটি আপনার কাছে নেই।

 

নিরাপদ থাকতে চাইলে বাইক বিক্রির দিন মালিকানা পরিবর্তন করে ফেলুন। কারন বিপদ কখনো বলে আসে না , তাই সব সময় সর্ব্বোচ্চ সতর্ক থাকা উচিৎ। সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।