শিরোনাম ::
তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত,, দুঃখিত।
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ১২:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / 150
১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা “জুলিয়া মার্কিন” শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে “ব্রা” খুলে বলেন — “এটা নিলাম করতে চাইছি,, বলুন কতো টাকা দেবেন ??”
উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে।। নিলামে ৩০০০ ডলার পর্যন্ত দাম ওঠে।।
গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন।।
তিনি বলেন — “তোমরা অত্যন্ত বোকা মানুষ।। যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না,, এটা জেনেও আমার ব্রা কেনার জন্য ৩ হাজার ডলার খরচ করতে চাইছো??”
–” অথচ,, কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে,, তাকে 1 ডলার ও দিতে চাইবে না।।”
— “তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত,, দুঃখিত।।”
এটাই বর্তমান অবস্থা কিছু মানুষ আছেন যাদের শত কোটি টাকা আছে কিন্ত অসহায়দের জন্য এক টাকা খরচ করতে রাজি না কিন্ত অবৈধ কাজের জন্য কোটি টাকা খরচ করতেও রাজি।





















