অসত্য তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে ডায়মন্ড ওয়ার্ল্ড-এর প্রতিবাদ
- আপডেট সময় : ১২:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫০৩১ বার পড়া হয়েছে
অসত্য তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে ডায়মন্ড ওয়ার্ল্ড-এর প্রতিবাদ
ডায়মন্ড ওয়ার্ল্ড এর সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।
আমরা অতীব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ডায়মন্ড ওয়ার্ল্ডের অবিস্মরণীয় সাফল্যে ঈর্ষাণ্বিত হয়ে একটি কুচক্রীমহল উদ্দেশ্যমূলক ভাবে নানারকম অপপ্রচার করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তাদের বিরুদ্ধে আমাদের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অচিরেই তা দৃশ্যমান হবে।
কখনও কোন জুয়েলারি ব্যবসার সাথে সম্পৃক্ত না থেকেও পেশিশক্তির মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে ও জোরপূর্বক ক্ষমতা কুক্ষিগত করে সম্মানিত গ্রাহকবৃন্দের স্বার্থ-পরিপন্থী অন্যায় নিয়ম জুয়েলার্সদের মধ্যে চাপিয়ে দেওয়া এবং প্রতিনিয়ত হয়রানি, নিপীড়নের প্রতিবাদ করায় একটি নির্দিষ্ট মিডিয়া হাউস আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে।
২০০৫ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের জুয়েলারি শিল্পে ISO সার্টিফাইড কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ড, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ প্রাকৃতিক ও সার্টিফাইড ডায়মন্ড এবং হলমার্ক গোল্ড জুয়েলারি বিক্রয় করে থাকে। গ্রাহকবৃন্দ আমাদের সকল প্রোডাক্টের সারাজীবন বিক্রয়োত্তর সেবা (এক্সচেঞ্জ, রিফান্ড ও ফ্রী সার্ভিসিং) উপভোগ করছেন। আমরা বিভিন্ন সংস্থা কর্তৃক বারবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছি।
আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় ডায়মন্ড ওয়ার্ল্ড আজকের এই অবস্থানে এসেছে। আমরা বিগত নয় বছর যাবত সেরা করদাতা হিসেবে রাষ্ট্র গঠনে ভূমিকা রেখে চলেছি। পাশাপাশি সামাজিক দায়বদ্বতার অংশ হিসেবে সকল দুর্যোগে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো সহ, সারা বছর জুড়ে আমাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চলমান থাকে। ডায়মন্ড ওয়ার্ল্ড তার গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ সহ দেশ-মাতৃকার উন্নয়নে ভূমিকা রাখতে সদা দৃঢ় প্রতিজ্ঞ