আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে
- আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
‘আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে’
ফেসবুক স্ক্রল করতে করতে যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি পোস্টে চোখ আটকে গেল। সেখান তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে! আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অংকের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার।
অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না; অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে। ’
জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান ভাড়া নিয়ে এক মাস ধরে নানা বিতর্ক চলছে। নামমাত্র ভাড়া কিংবা যে পরিমাণ অর্থ দোকান ভাড়া থেকে আসে, সেটার সুষ্ঠু বণ্টন নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সেখানে তদারকি করতে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘুরে ঘুরে কয়েকটি দোকান পরিদর্শন করেন এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। সব দেখে, শুনে তিনি রীতিমতো হতবাক!
পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই ভাড়ার সঙ্গে এনএসসি থেকে কেউ জড়িত কি না, সেটা আমরা খতিয়ে দেখব। এখানে এক হাজারের ওপর দোকান আছে। সারা দেশে এমন অনেক দোকান আছে। আমাদের হয়তো সব জায়গায় গিয়ে দেখা সম্ভব নয়। তবে আমরা একটা জরিপ করব। দেখুন, অনেক ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। আমরা এই ভাড়ার টাকাটা তাদের জন্য এবং ক্রীড়ার উন্নয়নে ব্যয় করতে চাই। আর আগের যে দাম রয়েছে, সেটা খুবই পুরোনো। আমরা বর্তমান বাজারের সঙ্গে মিল রেখে ভাড়া ঠিক করব। ’