ইলিয়াস আলীর গুমের পেছনে বিএনপির লোক!
- আপডেট সময় : ০৬:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / 39
ইলিয়াস আলীর গুমের পেছনে বিএনপির লোক!
আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের নয় বছরে এসে দলের শীর্ষ নেতা মির্জা আব্বাস দাবি করেছেন, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করেনি। তার গুমের সঙ্গে খোদ বিএনপির লোক জড়িত।
শনিবার বিকালে একটি ভার্চুয়াল সভায় মির্জা আব্বাস এই দাবি করেন। ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনীর উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই ভার্চুয়াল সভা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে আব্বাস বলেন, ‘সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ছিলেন একজন স্বাধীনচেতা, দেশপ্রেমিক সাহসী নেতা। এখানে আমাদের দলের মহাসচিব আছেন, তাকে বলতে চাই, ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যে বদমাইশগুলো রয়েছে তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।’
মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবাতিণ্ডা হয়, ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই বিষধর সাপগুলো এখনো আমাদের দলে রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে বিতাড়িত করতে না পারি সামনে এগোতে পারবেন না কোনো অবস্থাতেই।’ ( ১৭ এপ্রিল ২০২১)