উৎপাদিত পণ্য ছাড়া সব পন্যে এলসি মার্জিন সীমা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
- আপডেট সময় : ০৮:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৫০৫২ বার পড়া হয়েছে
দেশের শিল্প-বাণিজ্য গতিশীল করতে বিলাসজাতীয় ও বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্য ছাড়া সব ধরনের আমদানিতে এলসি মার্জিন সীমা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে এখন থেকে বিলাসজাতীয় পণ্য বাদে ব্যবসায়ীরা সব ধরনের মূলধনি যন্ত্রপাতি, ভোক্তাপণ্য, মূলধনি কাঁচামাল আমদানিতে মার্জিন নির্ধারিত হবে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে।
গতকাল বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় জানায়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। বিলাসজাতীয় পণ্য ও অভ্যন্তরীণভাবে উৎপাদিত আমদানি বিকল্প পণ্যগুলোর আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে।
এ নির্দেশনা জারি ফলে এখন থেকে মোটরকার, ইলেকট্রনিকস হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাবপত্র ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদি, অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাক, তামাকজাত বা এর বিকল্প পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন লাগবে।