শিরোনাম ::
এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, প্রশাসক নিয়োগ
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মাহবুবুল আলম। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন।
তার পদত্যাগের পর বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড.নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।