কমলাপুর স্টেশনের এলইডি বোর্ডে হঠাৎ ভেসে উঠলো ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

- আপডেট সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / 112
আওয়ামী লীগ সরকার পতনের আড়াই মাস পর কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি এলইডি সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠলো “আওয়ামী লীগ জিন্দাবাদ” স্লোগান। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্টেশন থাকা যাত্রী ও রেলওয়ের কর্মকর্তারা। ইতোমধ্যে তদন্ত করে মামলার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২৬ অক্টোবর) ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের বাইরের গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়।
ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়। এ স্ক্রিন অপারেশনের দায়িত্বে রয়েছে রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ।
বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল একজন অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে বলেছেন, “এটি ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ করেছে। স্টেশনের কর্মকর্তা তথা রেলওয়েকে বিব্রত করার জন্য এটি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা করার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। আমরা মামলার প্রক্রিয়ার যাচ্ছি।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে একটি দুর্ঘটনার জন্য এমনিতেই ট্রেন বিলম্বে চলছে। আমরা সব কর্মকর্তা সঠিক সময় ট্রেন চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই ফাঁকে কোনো দুষ্কৃতকারী এমন ঘটনা ঘটাতে পারে। মূলত পুরো রেল ডিপার্টমেন্টকে অস্থিতিশীল করার জন্য এটি করা হয়েছে। আমরা সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা করছি।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, “আমরা বিষয়টি জানার পর এলইডি বোর্ডটি বন্ধ করেছি। বিষয়টি নিয়ে তদন্তের কাজ চলছে। সিসি ক্যামেরা দেখে ৩ জনকে শনাক্ত করেছি। তারা বাইরে থেকে কোনো একটা মাধ্যমে আমাদের লেখাটা পরিবর্তন করে দিয়েছে।”