শিরোনাম ::
কোটি টাকার বাস ৯০ লাখে বানাবে বিআরটিসি

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ১২:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / 168
আমদানিনির্ভরতা কমিয়ে সময় ও খরচ সাশ্রয়ে দেশেই গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। আমদানি করা একটি বাসের পেছনে খরচ হয় কোটি টাকার বেশি। এবার সেই প্রক্রিয়া থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সংস্থাটি। নিজেরাই চেসিস (বাসের কাঠামো) কিনে বাস তৈরি করার উদ্যোগ নিচ্ছে।
প্রাথমিক হিসাবে, দেশে একটি বাস তৈরিতে খরচ হবে প্রায় ৯০ লাখ টাকা এবং এটি সম্পন্ন করতে সময় লাগবে ৪৫ দিন। অপরদিকে, বিদেশ থেকে একটি বাস আমদানিতে ব্যয় হয় প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। আর বিদেশ থেকে গাড়ি আনতে সময় লাগে তিন থেকে পাঁচ বছর।