ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন সংস্কার কমিশন গঠন আমি স্যামসাং ব্যবহার করি, স্ক্রিনশট গেছে আইফোনের : জনপ্রশাসন সচিব উন্নয়নের ভ্রান্ত ধারণা: ঋণে ডুবে থাকা দেশ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে এক দিনেই হাওয়া ৮ হাজার কোটি টাকার বাজার মূলধন অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা একটি ফোনকল যেভাবে বদলে দিয়েছে ড. ইউনূসের জীবনের গতিপথ ড. ইউনুসের Three Zeros থিয়োরি বর্তমান উপদেষ্টাদের সঙ্গে নতুন চার-পাঁচজন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা কয়েকটি জাতীয় দিবস বাতিল করতে পারে সরকার সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব: উপদেষ্টা “প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস: বাংলার গর্ব, বৈশ্বিক সম্প্রীতির প্রতীক” খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সম্মেলন থেকে কী অর্জন করলেন? জাতিসংঘে তিন-শুন্যের ধারণা দিলেন ড. ইউনুস যন্ত্রণার নাম ব্যাটারি রিকশা তরুণ সমাজের অফুরান শক্তি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে— ড. ইউনূস

খাবার পরে যে পাঁচ কাজ করলেই আর রক্ষা নেই

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

.

আজকাল অনেকেই ডায়েট নিয়ে খুবই সচেতন। এমনকি তারা কখন কোন খাবার খাবেন, তাও আগে থেকে ঠিক করে রাখেন। তবে মুশকিল হলো, এহেন খাদ্য সচেতন ব্যক্তিরাও খাবার গলাধঃকরণ করার পর এমন কিছু ভুল করে ফেলেন, যাতে তাদের শরীরের বাজে বারোটা!

খাবার খাওয়ার পর তা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এই অংশেই শুরু হয় খাদ্য হজমের প্রাথমিক প্রক্রিয়া। তাই খাবার খাওয়ার পর আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। এমনকী এড়িয়ে যেতে হবে কয়েকটি বদভ্যাস। নইলে আসতে পারে বড় বিপদ।

Nagad_Ad
তাই আর দেরি না করে চলুন জেনে আসি খাওয়ার পর কোন পাঁচ কাজ করলে শরীর-স্বাস্থ্যের উপর বড় বিপদ ডেকে আনতে পারে। তারপর সেই বদ অভ্যাসগুলো থেকে শিগগিরই দূরত্ব তৈরি করুন। তাহলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্থ হবে।

ফল খেলে রক্ষা নেই…

ভরপেট খাবার খাওয়ার পর কোনো মতেই ফল খাবেন না। এই কাজটা করলে হুট করে রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে। এমনকি বদহজমের খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই বিশেষজ্ঞরা খাওয়ার পরপরই ফল খেতে বারণ করেন। বরং দুটি মিলের মাঝে ফল খেলেই মিলবে সব থেকে বেশি উপকার। তাই সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই নিয়মটি মেনে চলুন।

অত্যধিক পানিপান করলেই ফাঁসবেন

অনেকেই দুপুর ও রাতের খাবারের পরপরই গ্লাসের পর গ্লাস পানিপান করেন। এ কারণেই হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফেঁপে থাকার মতো একাধিক সমস্যার ফাঁদে পড়তে হতে পারে। তাই ভারী খাবার খাওয়ার পর কোনো মতেই পেট পুরে পানি খাবেন না। এই নিয়মটা মেনে চললেই উপকার মিলবে হাতেনাতে।

ঘুমালেই বিপদের শেষ থাকবে না

অনেকেই খাওয়ার পর একটুও সময় নষ্ট না করে সোজা ঘুমের দেশে পাড়ি দেন। এতেই হজমের সমস্যা দেখা দেয়ার আশঙ্কা বাড়ে। এমনকি পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও। শুধু তাই নয়, এমন বদভ্যাসের দরুন ওবেসিটি, অনিদ্রার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই যেনতেন প্রকারেণ এই বদভ্যাস দূর করতে হবে। তাহলেই সুস্থ-সবল জীবনযাপন করতে পারবেন।

খেয়েদেয়ে গোসল নয়

কিছু মানুষের জীবন একেবারে উল্টো স্রোতে বয়ে চলে। অধিকাংশই যেখানে গোসল সেরে খাবার খান, সেখানে এমনও অনেক মানুষ রয়েছেন, যারা একেবারে উল্টো কাজটা করে থাকেন। তাতেই রোগভোগের পথ প্রশস্ত হয়। এমনকি এতেই একাধিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শরীর।

আসলে খাওয়ার পর গোসল করলে দেহের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। তাতেই হজম প্রক্রিয়া ব্যাহত হয়। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়বে বৈকি! সুতরাং সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই অভ্যাস ত্যাগ করুন।

ব্যায়াম করলেই চিত্তির!

খাবার খাওয়ার পরপরই ব্যায়াম করলে পেটে ব্যথা, ডায়ারিয়া বা বমির মতো সমস্যার ফাঁদে পড়তে পারেন। তাই পেটপুরে খাবার খাওয়ার পর কোনোমতেই ব্যায়াম করা চলবে না। এছাড়া চা, কফি পান করাও উচিত নয়। তাই সুস্থ থাকতে চাইলে এই দুটি বিষয় সম্পর্কেই সচেতনতা জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাবার পরে যে পাঁচ কাজ করলেই আর রক্ষা নেই

আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

.

আজকাল অনেকেই ডায়েট নিয়ে খুবই সচেতন। এমনকি তারা কখন কোন খাবার খাবেন, তাও আগে থেকে ঠিক করে রাখেন। তবে মুশকিল হলো, এহেন খাদ্য সচেতন ব্যক্তিরাও খাবার গলাধঃকরণ করার পর এমন কিছু ভুল করে ফেলেন, যাতে তাদের শরীরের বাজে বারোটা!

খাবার খাওয়ার পর তা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এই অংশেই শুরু হয় খাদ্য হজমের প্রাথমিক প্রক্রিয়া। তাই খাবার খাওয়ার পর আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। এমনকী এড়িয়ে যেতে হবে কয়েকটি বদভ্যাস। নইলে আসতে পারে বড় বিপদ।

Nagad_Ad
তাই আর দেরি না করে চলুন জেনে আসি খাওয়ার পর কোন পাঁচ কাজ করলে শরীর-স্বাস্থ্যের উপর বড় বিপদ ডেকে আনতে পারে। তারপর সেই বদ অভ্যাসগুলো থেকে শিগগিরই দূরত্ব তৈরি করুন। তাহলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্থ হবে।

ফল খেলে রক্ষা নেই…

ভরপেট খাবার খাওয়ার পর কোনো মতেই ফল খাবেন না। এই কাজটা করলে হুট করে রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে। এমনকি বদহজমের খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই বিশেষজ্ঞরা খাওয়ার পরপরই ফল খেতে বারণ করেন। বরং দুটি মিলের মাঝে ফল খেলেই মিলবে সব থেকে বেশি উপকার। তাই সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই নিয়মটি মেনে চলুন।

অত্যধিক পানিপান করলেই ফাঁসবেন

অনেকেই দুপুর ও রাতের খাবারের পরপরই গ্লাসের পর গ্লাস পানিপান করেন। এ কারণেই হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফেঁপে থাকার মতো একাধিক সমস্যার ফাঁদে পড়তে হতে পারে। তাই ভারী খাবার খাওয়ার পর কোনো মতেই পেট পুরে পানি খাবেন না। এই নিয়মটা মেনে চললেই উপকার মিলবে হাতেনাতে।

ঘুমালেই বিপদের শেষ থাকবে না

অনেকেই খাওয়ার পর একটুও সময় নষ্ট না করে সোজা ঘুমের দেশে পাড়ি দেন। এতেই হজমের সমস্যা দেখা দেয়ার আশঙ্কা বাড়ে। এমনকি পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও। শুধু তাই নয়, এমন বদভ্যাসের দরুন ওবেসিটি, অনিদ্রার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই যেনতেন প্রকারেণ এই বদভ্যাস দূর করতে হবে। তাহলেই সুস্থ-সবল জীবনযাপন করতে পারবেন।

খেয়েদেয়ে গোসল নয়

কিছু মানুষের জীবন একেবারে উল্টো স্রোতে বয়ে চলে। অধিকাংশই যেখানে গোসল সেরে খাবার খান, সেখানে এমনও অনেক মানুষ রয়েছেন, যারা একেবারে উল্টো কাজটা করে থাকেন। তাতেই রোগভোগের পথ প্রশস্ত হয়। এমনকি এতেই একাধিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শরীর।

আসলে খাওয়ার পর গোসল করলে দেহের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। তাতেই হজম প্রক্রিয়া ব্যাহত হয়। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়বে বৈকি! সুতরাং সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই অভ্যাস ত্যাগ করুন।

ব্যায়াম করলেই চিত্তির!

খাবার খাওয়ার পরপরই ব্যায়াম করলে পেটে ব্যথা, ডায়ারিয়া বা বমির মতো সমস্যার ফাঁদে পড়তে পারেন। তাই পেটপুরে খাবার খাওয়ার পর কোনোমতেই ব্যায়াম করা চলবে না। এছাড়া চা, কফি পান করাও উচিত নয়। তাই সুস্থ থাকতে চাইলে এই দুটি বিষয় সম্পর্কেই সচেতনতা জরুরি।