শিরোনাম ::
গানের শিল্পী নোবেল এবার সিনেমার অভিনয় শিল্পী!
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৮:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
এবার আর সিনেমায় প্লেব্যাকের জন্য নয়, বরং বর্তমানে দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এবং সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল। সিনেমা দুটি ওটিটি প্ল্যাটফর্মের(ওয়েব ফিল্ম) জন্য নির্মাণ হবে। যেখানে একটিতে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নোবেলকে। কারণ ভিলেন চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক। এ বিষয়ে নোবেল বলেন, ‘আমার ইতিহাসের প্রতি একটা দুর্বলতা আছে। আমি অনেক ডকুমেন্টারি দেখি। তো এসব ডকুমেন্টটি থেকে আমি একটি বিষয় নিশ্চিত যে, পরাজিত মানুষগুলোই সবসময় ভিলেন হয়ে যায়। আর জয়ীরা সবসময়ই নায়ক হয়। সেই জায়গা থেকে আমার ভিলেন চরিত্রের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে। তাই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেখানে দর্শক আমাকে ভিলেন রূপে দেখবেন।