গুমবিরোধী সংগঠন ‘মায়ের ডাক’ নতুন পাঠ্যবইয়ে
- আপডেট সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 37
নতুন বছরে অষ্টম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে উঠে এসেছে ‘মায়ের ডাক’ সংগঠনের কথা। সংগঠনটি বিগত আওয়ামী শাসনামলে গুম হওয়া পরিবারগুলোর একটি প্ল্যাটফর্ম।
অষ্টম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘অভ্যুত্থানে নারীর ভূমিকা’ শীর্ষক অধ্যায়ে সংগঠনটির নাম উল্লেখ করে বলা হয়েছে, আমরা ‘মায়ের ডাক’ সংগঠনের মতো নারীদের উদ্যোগ দেখেছি, যাদের পরিবারের সদস্যদের গুম করা হয়েছিল। সংগঠনটি স্বৈরাচারী শাসনামলের বিরুদ্ধাচরণের এবং ন্যায়বিচার চাওয়ার প্রতীক হয়ে উঠেছিল।
‘তারা বিক্ষোভ করেছিল এবং তাদের নিপীড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু থামানো যায়নি তাদের,’ বইয়ের ১৩৯ পৃষ্ঠায় ওই অধ্যায়ে উল্লেখ করা হয়।
পাঠ্যপুস্তকের ১৪০ পৃষ্ঠায় ‘মায়ের ডাকে’র বিক্ষোভের একটি ছবিও রয়েছে।
মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটা ইতিহাস। এটা আমাদেরও অনুপ্রাণিত করবে। আমার কাছে এটা সর্বোচ্চ স্বীকৃতি। এর মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে যে নিখোঁজদের পরিবারগুলো কীভাবে সংগ্রাম করে গেছে।’
তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, নতুন প্রজন্মই শুধু না সাধারণ মানুষও তা জানতে পারবে