গোয়েন্দাদের সাহায্য নিয়ে নতুন দল তৈরি করতে চাইছে ইউনূস সরকার
- আপডেট সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 39
বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনল খালেদা জিয়ার দল বিএনপি (BNP)। ইউনূস সরকার গোয়েন্দা সংস্থার মদতে নতুন দল তৈরির চেষ্টা করছে বলে প্রকাশ্যে দাবি করলেন বিএনপি নেতা রিজভি। তাঁর এই দাবিকে ঘিরে বর্তমানে ঝড় উঠেছে পড়শি দেশে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ইউনূস সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘কারা নির্বাচিত হবেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তা হলে এ আত্মত্যাগের কী দাম থাকবে! বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। এমনকি পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে।’
উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূস (Md Yunus)। তিনি দায়িত্ব নেওয়ার সময় তাঁকে সমর্থন জানিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই ইউনূসের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বের প্রধান কারণ নির্বাচনের (Election) দিন ঘোষণায় বিলম্ব করা। অপর কারণ, সরকারের বিভিন্ন উপদেষ্টা পদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তৎপরতা। সব মিলিয়ে নিঃসন্দেহে বলা যেতেই পারে ইউনূস সরকারের ওপর বেজায় ক্ষেপে রয়েছে বিএনপি। এখন দেখার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাঁরা কবে পথে নামেন।