চলচ্চিত্র সেন্সর বোর্ডে নতুন সদস্য যাঁরা
- আপডেট সময় : ০৮:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ বিষয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, দ্য সেন্সরশিপ অব ফিল্ম অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধনী ২০০৬) এর ধারা ৩ এবং দ্য বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলস ১৯৭৭’র বিধি ৪ মোতাবেক গত ১২ মে চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত হয়েছে।
শিল্পী কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন, রয়েছেন কনকচাঁপাসহ আরও যাঁরাশিল্পী কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন, রয়েছেন কনকচাঁপাসহ আরও যাঁরা
১৫ সদস্যের এই নতুন বোর্ডে রয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, নওশাবা আহমেদ (অভিনেত্রী), আশফাক নিপুণ, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন ও প্রযোজক-নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল।
আরও রয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।