ছাদ যেন পর্দাহীনতার আরেক নাম
- আপডেট সময় : ১২:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 37
বিকেল বেলা বাসার ছাদ হয়ে ওঠে শহুরে বাসিন্দাদের জন্য এক টুকরো পার্কের মতোই। যানজটের এই শহরে ছাদ ছাড়া অন্য কোনো জায়গাও থাকে না বাতাস উপভোগ করার। তাই বিকেল হলেই নারী-পুরুষ সবাই ছাদে ওঠে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, বাতাস উপভোগের জন্য ছাদে আসা হলেও পরবর্তী সময়ে ছাদ হয়ে যায় এক টুকরো বোটানিক্যাল গার্ডেনের মতো। ছেলে-মেয়েদের অবাধ আড্ডা, দিনশেষে কপোত-কপোতীদের সময় কাটানোর সুবর্ণ সুযোগ, অথবা পাশের বাসার ছাদের ছেলে-মেয়েদের সাথে খুনশুটির নামে ফষ্টিনষ্টি- এসব দৃশ্য শহরের ছাদগুলোতে খুবই চিরচেনা।
অনেক বোন বোরকা পরে ছাদ-বিলাস করতে যান। তারা হয়তো বোরকা পরেই গিয়েছেন, কিন্তু ছাদে যদি গাইরে মাহরাম ছেলেরা থাকে, তাহলে তো তার নজরের হেফাজত হলো না।
তাই এসব ফিতনা থেকে বাঁচার উপায় হলো, এমন সময় ছাদে যাওয়া, যখন ছাদে অন্য কোনো গাইরে মাহরাম থাকে না। পুরুষদের ক্ষেত্রেও একই কথা, ছাদে যদি নারীদের সংখ্যা বেশি থাকে, তাহলে দৃষ্টি হেফাজত করতে চাইলে তখন ছাদে না যাওয়াই ভালো হবে।
নিজের বাসার কোনো গাইরে মাহরাম তখন ছাদে না থাকলেও আশেপাশের ছাদ থেকে কিন্তু অনেকেই দেখতে পারে। তাই ছাদে গেলে পূর্ণ পর্দার সাথেই ছাদে যেতে হবে।