ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্গাপূজার ছুটি বাড়ছে একদিন চতুর্থ প্রজন্মের ৬ ব্যাংকে ৬ হাজার কোটি টাকা উদ্ধৃত্ত তারল্য কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যেখানে সচিবদের ২৫টি নির্দেশনা প্রধান উপদেষ্টার প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতারা পাঁচ সদস্য নিয়ে পুঁজিবাজার সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ টাস্কফোর্স শেয়ারবাজার সংস্কারে ৫ সদস্যের টাস্কফোর্স গঠন বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট ‘একটি তাজা টাইম বোমা’ শেয়ারবাজারে এক সপ্তাহে নেই ১৩ হাজার কোটি টাকা ‘কাউন্টডাউন শুরু’ স্ট্যাটাস দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা চার দেয়ালের মধ্যে কেমন আছেন ভিআইপিরা? দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ৭ দেশের তালিকায় বাংলাদেশ নয়টি রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক নতুন কাগুজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ বিজয় সরণিতে এআই সিগন্যাল সিস্টেম স্থাপন

ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১০:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ
নিজের প্রেমিক বা স্বামীর ব্যক্তিত্বের কোন দিকটি তাদের সব থেকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এক এক জনের পছন্দ এক এক রকম। তাইতো নারীদের মন জিতে নেওয়ার কিছু গোপন ট্রিকস এবার জেনে নিন। কিছু ভালো গুণের জন্য নারীরা যেমন পুরুষদের পছন্দ করেন, তেমনি কিছু বিষয়ের জন্য অপছন্দও করেন। তাই তাদের মন চুরি করতে হলে এসব স্বভাব বদলে ফেলতে হবে।

জেনে নিন, পুরুষদের যে জিনিসগুলো একেবারে অপছন্দ নারীদের—

হাইজিন:
প্রথমবার কোনও নারীর সঙ্গে ডেটে যাচ্ছেন? তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে হাইজিনের দিকে। নোংরা, অপরিষ্কার পুরুষ কোনও মেয়েই পছন্দ করেন না। গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন ছেলেদের দেখে বেশিরভাগ মহিলাই নাক সিঁটকান। আর কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ পেলে এবং হলুদ দাঁত দেখে মুখ ঘুরিয়ে চলে যান তারা। সকলের পছন্দ-অপছন্দ এক না হলেও অধিকাংশ নারীই এই দিকটি বিবেচনা করে নেন। তাই কোনও নারীর মন জয় করতে হলে আজ থেকেই হাইজিন মেনে চলুন। পার্সোনাল কেয়ারে মনোযোগ দিন। পাশাপাশি ফ্যাশনেও আনুন পরিবর্তন।

মনে রাখবেন, ঝকঝকে ছেলে মানুষদেরই পছন্দ করেন বেশিরভাগ নারীরা।

অলসতা:
নিজের মধ্যে অলসতাকে প্রশ্রয় দেবেন না। অলসতা থাকলেও তা কাটিয়ে উঠুন প্রথম ডেটের আগেই। কারণ ছেলেদের মধ্যে আলসেমি একদমই পছন্দ করেন না নারীরা। এমন মানুষকে নারীরা কোনো দিনই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন না, যার জীবনে কোনও লক্ষ্য বা উদ্দেশ্য নেই। কেবল বাড়িতে গা এলিয়ে বসে টিভি দেখে এবং পিৎজা-বার্গার খায়। বরং কর্মঠ পুরুষদেরই বেশি পছন্দ করেন আজকালকার নারীরা। তাই নড়েচড়ে উঠুন। অফিস-বাড়ি একা হাতে সামাল দিন। তাতেই মন গলবে নারীদের।

অসম্মানজনক ব্যবহার:
যে কোনও সম্পর্কের বুনিয়াদই হলো পরস্পরের প্রতি সম্মান। আর আপনি যদি সেটাই দেখাতে না পারেন, তাহলে সম্পর্ক শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে যাবে। এতদিন সব কথা হয়েছে ফোনে ফোনে। সেখানে একে অপরকে সামনে থেকে দেখা বা বোঝারও তেমন সুযোগ ছিল না। আজ যখন প্রথমবারের জন্য সাক্ষাৎ হবে, তখন আপনার ব্যবহার তো তার সামনে প্রকাশ পাবেই। তাই এক্ষেত্রে জেনে রাখুন, নারীরা তাদের প্রতি অসম্মানজনক ব্যবহার কখনোই মেনে নিতে পারেন না। তাই বাহিরের লোকের সামনে কথায় কথায় নীচু দেখাবেন না তাকে। এমনকি অন্য নারীদের সঙ্গেও সম্মান দিয়ে কথা বলুন। তবেই মন জিতে নেওয়া সহজ হবে।

পার্টনারের কথাই না শোনা :
ছোটো ছোটো জিনিসেই ভালোবাসা খুঁজে নিতে জানেন মেয়েরা। তাদের বেশি কিছু চাই না। পার্টনারের সঙ্গে বসে কিছুক্ষণ মনের কথা বলা এবং জীবনের বিশেষ দিনগুলো একসঙ্গে উদ্‌যাপন করার বাইরে তাদের কোনও দাবি নেই। তাই মেয়েদের এমন পুরুষ মোটেও পছন্দ নয়, যারা মন দিয়ে পার্টনারের কথাই শোনেন না এবং তার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোও ভুলে যান। এসব স্বভাব বদলে ফেলতে পারলে যে কোনও নারীর মন জয় করে নিতে পারবেন আপনিও।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ

আপডেট সময় : ১০:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ
নিজের প্রেমিক বা স্বামীর ব্যক্তিত্বের কোন দিকটি তাদের সব থেকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এক এক জনের পছন্দ এক এক রকম। তাইতো নারীদের মন জিতে নেওয়ার কিছু গোপন ট্রিকস এবার জেনে নিন। কিছু ভালো গুণের জন্য নারীরা যেমন পুরুষদের পছন্দ করেন, তেমনি কিছু বিষয়ের জন্য অপছন্দও করেন। তাই তাদের মন চুরি করতে হলে এসব স্বভাব বদলে ফেলতে হবে।

জেনে নিন, পুরুষদের যে জিনিসগুলো একেবারে অপছন্দ নারীদের—

হাইজিন:
প্রথমবার কোনও নারীর সঙ্গে ডেটে যাচ্ছেন? তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে হাইজিনের দিকে। নোংরা, অপরিষ্কার পুরুষ কোনও মেয়েই পছন্দ করেন না। গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন ছেলেদের দেখে বেশিরভাগ মহিলাই নাক সিঁটকান। আর কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ পেলে এবং হলুদ দাঁত দেখে মুখ ঘুরিয়ে চলে যান তারা। সকলের পছন্দ-অপছন্দ এক না হলেও অধিকাংশ নারীই এই দিকটি বিবেচনা করে নেন। তাই কোনও নারীর মন জয় করতে হলে আজ থেকেই হাইজিন মেনে চলুন। পার্সোনাল কেয়ারে মনোযোগ দিন। পাশাপাশি ফ্যাশনেও আনুন পরিবর্তন।

মনে রাখবেন, ঝকঝকে ছেলে মানুষদেরই পছন্দ করেন বেশিরভাগ নারীরা।

অলসতা:
নিজের মধ্যে অলসতাকে প্রশ্রয় দেবেন না। অলসতা থাকলেও তা কাটিয়ে উঠুন প্রথম ডেটের আগেই। কারণ ছেলেদের মধ্যে আলসেমি একদমই পছন্দ করেন না নারীরা। এমন মানুষকে নারীরা কোনো দিনই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন না, যার জীবনে কোনও লক্ষ্য বা উদ্দেশ্য নেই। কেবল বাড়িতে গা এলিয়ে বসে টিভি দেখে এবং পিৎজা-বার্গার খায়। বরং কর্মঠ পুরুষদেরই বেশি পছন্দ করেন আজকালকার নারীরা। তাই নড়েচড়ে উঠুন। অফিস-বাড়ি একা হাতে সামাল দিন। তাতেই মন গলবে নারীদের।

অসম্মানজনক ব্যবহার:
যে কোনও সম্পর্কের বুনিয়াদই হলো পরস্পরের প্রতি সম্মান। আর আপনি যদি সেটাই দেখাতে না পারেন, তাহলে সম্পর্ক শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে যাবে। এতদিন সব কথা হয়েছে ফোনে ফোনে। সেখানে একে অপরকে সামনে থেকে দেখা বা বোঝারও তেমন সুযোগ ছিল না। আজ যখন প্রথমবারের জন্য সাক্ষাৎ হবে, তখন আপনার ব্যবহার তো তার সামনে প্রকাশ পাবেই। তাই এক্ষেত্রে জেনে রাখুন, নারীরা তাদের প্রতি অসম্মানজনক ব্যবহার কখনোই মেনে নিতে পারেন না। তাই বাহিরের লোকের সামনে কথায় কথায় নীচু দেখাবেন না তাকে। এমনকি অন্য নারীদের সঙ্গেও সম্মান দিয়ে কথা বলুন। তবেই মন জিতে নেওয়া সহজ হবে।

পার্টনারের কথাই না শোনা :
ছোটো ছোটো জিনিসেই ভালোবাসা খুঁজে নিতে জানেন মেয়েরা। তাদের বেশি কিছু চাই না। পার্টনারের সঙ্গে বসে কিছুক্ষণ মনের কথা বলা এবং জীবনের বিশেষ দিনগুলো একসঙ্গে উদ্‌যাপন করার বাইরে তাদের কোনও দাবি নেই। তাই মেয়েদের এমন পুরুষ মোটেও পছন্দ নয়, যারা মন দিয়ে পার্টনারের কথাই শোনেন না এবং তার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোও ভুলে যান। এসব স্বভাব বদলে ফেলতে পারলে যে কোনও নারীর মন জয় করে নিতে পারবেন আপনিও।