শিরোনাম ::
জনপ্রিয় অভিনেত্রী” শর্মিলী আহমেদ” ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০১:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৫২ বার পড়া হয়েছে
বিশিষ্ট অভিনয় শিল্পী শর্মিলী আহমেদ, আজ সকালে (৮ জুলাই ২০২২) প্রয়াত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। বাংলাদেশের চলচ্চিত্রে নিজ স্বকিয়তায় ভাস্বর ছিলেন এই শিল্পী। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন শর্মিলী আহমেদ। দেশ বিভাগের পর তার পিতা তোফাজ্জল হোসেন রাজশাহী এলাকায় চলে আসেন। শর্মিলী আহমেদ পড়াশোনা করেছেন রাজশাহী পি এন গার্লস স্কুল এবং রাজশাহী কলেজে। ১৯৬২ সালে তিনি রেডিওতে অভিনয় শুরু করেন। ১৯৬৪ সালে অভিষিক্ত হন চলচ্চিত্রে। ঢাকা টেলিভিশনের প্রথম নাটকেও অভিনয় করেছিলেন তিনি। চলচ্চিত্র, টেলিভিশন ও রেডিওর নিয়মিত এই অভিনয় শিল্পীর প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অংগনে। মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং তাঁকে বেহেশত নসীব করেন।