জাহাঙ্গীরের সেই পিএস জুয়েলও গণঅভ্যুত্থানে শহীদ
- আপডেট সময় : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 42
তালিকায় হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লার নাম
রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী। এ সময় গুলি শেষ হয়ে গেলে রোষানলে পড়ে পিটুনিতে নিহত হন হামলাকারী হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। অথচ গণঅভ্যুত্থানে শহীদদের সরকারি তালিকায় স্থান করে নিয়েছে জুয়েলের নাম!
উত্তরায় শহীদদের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেল প্রকাশিত শহীদের তালিকায় ৩৫২ নম্বরে জুয়েল মোল্লার নাম রয়েছে। তিনি এবং জাহাঙ্গীর আলমের পিএস জুয়েল মোল্লা একই ব্যক্তি, তা জাতীয় পরিচয়পত্র দেখে স্পষ্ট হয়েছে। গণঅভ্যুত্থান সেলের এমআইএস কেস আইডি নম্বর ১৭৮৪৫। জুয়েল মোল্লার বাবার নাম আবদুল বারেক মোল্লা, বাড়ি গাজীপুরের গাছা থানাধীন চান্দরা মোল্লাবাড়ি এলাকায়।
অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ তালিকা থেকে আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের শহীদদের এমন অবমাননা আমরা মেনে নেব না। আগেও প্রকৌশলী আনোয়ার নামে উত্তরার এক আওয়ামী লীগ নেতার নাম আসায় আমরা রিপোর্ট করেছিলাম। বারবার শহীদদের নামের সঙ্গে তাদের ঘাতকদের নাম দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সঠিক তালিকার দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সমকালকে বলেন, ‘এটি খসড়া তালিকা। কেউ বাদ পড়লে অথবা শহীদ নন এমন কেউ তালিকাভুক্ত হয়ে থাকলে সংশোধন শেষে তালিকা চূড়ান্ত করে গেজেট হবে।’