শিরোনাম ::
টমেটো আপু ক্ষ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মিমি

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ১১:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / 10
মিতানুর রহমান মিমি। যিনি সোশ্যাল মিডিয়ায় টমেটো নামেই পরিচিত সবার কাছে। তাঁর ফানি কন্টেন্ট দেখেননি খুঁজলে এমন নেটিজেন হয়তে খুব কমই পাওয়া যাবে। মিমি নিজেই বিভিন্ন চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হন। আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনাকে তুলে ধরেন সবার সামনে। কখনো মা, কখনো বোন, কখনো ননদ কিংবা পাশের বাসার আন্টি, ভাবির চরিত্রগুলো তুলে ধরেন নিখুঁতভাবে। তার অভিনয় এতটাই সাবলীল যে, কোন চরিত্রে তিনি বেশি জনপ্রিয় তা বলা মুশকিল। সবগুলো চরিত্রেই দশে দশ।
সবার কাছে টমেটো নামে পরিচিত হলেও তাঁর আসল নাম মিতানুর রহমান মিমি। ডাকনাম মিমি। যিনি ফানি সব কন্টেন্টে মাতিয়ে রাখেন নেটদুনিয়া। তাঁর টমেটো নামের পেজটিতে রয়েছে তিন মিলিয়নের বেশি ফলোয়ার। অন্যদিকে, ইউটিউব চ্যানেলে আছে ৬ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার।