টাকা ও জীবনের ভারসাম্য
- আপডেট সময় : ০৯:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / 60
লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না।
যখন দেখবেন স্ত্রী সহ বিয়েতে গিয়েছেন, আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে।
শশুরবাড়িতে গিয়েছেন, আপনি এবং অন্য জামাই দুজনের প্রতি দুই রকমের ব্যাবহার এবং সমাদরআপনার বউয়ের গোমড়া মুখ দেখলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।
বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পুরন করতে না পারলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।
সন্তান বায়না ধরে বসলো একটা সাইকেল লাগবে, বাবা হিসেবে তখন বুঝবেন টাকা কত প্রয়োজন।
পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।
আপনার বউ যখন দেখবে, আপনার কাছে টাকা নেই বলে কেউ আপনাকে পাত্তা দেয় না, তখন বুঝবেন টাকা কেনো দরকার!!
টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন, আপনার কাছে টাকা নাই বলে আপনার সন্তানকে কেউ ওভাবে আদর করে না।
আপনার কাছে টাকা না থাকলে টাকার গুরুত্ব বুঝবেন।
হে যুবক!!
রঙ ঢং করে দিন কাটিয়ে দিচ্ছো। তুমি কি জানো তোমার ভবিষ্যৎ কি হবে?
টাকা কামাও আর আল্লাহর ইবাদত করো। যত বেশি টাকা কামাবা, ইবাদতের পরিমান তত বাড়িয়ে দিবা।
টাকা কামানো যাবে, অহংকার কামানো যাবে না।
যত বেশি টাকা, মাথা তত নত টাকা কবরে নিয়ে যাইতে পারবেন না।
টাকার জন্য আমল ছাড়া যাবে না।
Earn Money… You Need This