ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনার বিচার করা: শফিকুল আলম পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসাধারণের অভিমত চাইলেন প্রধান উপদেষ্টা শাপলা চত্বরে হেফাজত দমন : অপারেশন ফ্ল্যাশ আউট বেগম জিয়াকে হিংসা করতেন হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? পররাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রদের ঘোষণাপত্র দিতে বারণের কারণ জানালেন ড. ইউনূস  ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে জুলাই ঘোষণাপত্রের দরকারই নাই রেস্তোরাঁ, ওষুধ ও মোবাইল রিচার্জে বাড়ছে না ভ্যাট ধর্মনিরপেক্ষতাসহ রাষ্ট্র পরিচালনার ৩ মূলনীতি বাদ পদত্যাগপত্রে যা বললেন টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক আমার মেয়ের খুনি কে, আমি কি বিচার পাব না: প্রশ্ন তিন্নির বাবার জয়ের বিবাহ বিচ্ছেদ ৩ বছর আগে, জানালেন নিজেই গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন ৫ আগস্ট: বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সার্বক্ষণিক যোগাযোগ ছিল ক্রসফায়ারে নিহতদের ৪ জন ছিলেন ডিবি হেফাজতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা শনিবার স্কুল খোলা নাকি বন্ধ? ‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, আয় ৩০ কোটি টাকা!

টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত ৬

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 40
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী-১ সেতুর টোল প্লাজায় একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের। আহত হয়েছেন আরও কয়েকজন। বাসটি টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে হেঁচড়ে ৫০ মিটার পর্যন্ত নিয়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে ছেড়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ দুর্ঘটনার সিসি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে পৃথক ঘটনায় গতকাল সকালে পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় ৪ জন নিহত হয়েছেন।

টোল প্লাজার দুর্ঘটনায় নিহতরা হলেন রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৭) এবং রাজধানী জুরাইনের বাসিন্দা সোহান মিয়ার ছেলে আইয়াজ হোসেন (২), তার শাশুড়ি আমেনা বেগম, শ্যালিকা ইসরাত

জাহান ও রিয়া মনি (১১)। তারা চারজন মগবাজার থেকে প্রাইভেটকারযোগে এক আত্মীয়ের কুলখানি অনুষ্ঠানে গ্রামের বাড়ি মাদারীপুরে যাচ্ছিলেন। আর আব্দুল্লাহ মোটরসাইকেলে করে পিতার সঙ্গে গোপালগঞ্জে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে, বেলা ১১টা ৬ মিনিট ১৫ সেকেন্ডে ঢাকা-মাওয়া হাইওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি মোটরসাইকেল টোল দিচ্ছিল। তার পেছনে ছিল একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার। এর ১৫ সেকেন্ড পর বেপারী পরিবহনের যাত্রীবাহী একটি বেপরোয়া বাস অপেক্ষমাণ গাড়িগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে হেঁচড়ে ৫০ মিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন ও প্রাইভেটকারের এক যাত্রী মারা যায়। স্থানীয়রা প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথিমধ্যে আরও তিনজন মারা যায়।

শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ পর্যন্ত ছয়জন মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে সেনাবাহিনী আটক করেছে।

পাবনায় ট্রাকচাপায় ৪ কৃষিশ্রমিক নিহত

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের সাঁথিয়া-মাধপুর সড়কে গতকাল ভোর ৫টার দিকে ট্রাকচাপায় করিমনের ৪ কৃষিশ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রাঙামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন ও একই গ্রামের ইমান শেখের ছেলে আ. জলিল, ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল। এদের মধ্যে দুপুরে পাবনায় নেওয়ার পথে জলিল মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন ও পরে আরেকজন মারা যান। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ শাকিল আহমদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ দুর্ঘটনা ঘ?টে। শাকিল উপজেলার পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলার শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফাহিমা নামে এক কিশোরী নিহত হয়। সে চান্দিনা উপজেলার বড়কড়ই গ্রামের আমির হোসেনের মেয়ে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় অটোরিকশার ধাক্কায় মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহামুদুর রহমান বলেন, এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত ৬

আপডেট সময় : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী-১ সেতুর টোল প্লাজায় একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের। আহত হয়েছেন আরও কয়েকজন। বাসটি টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে হেঁচড়ে ৫০ মিটার পর্যন্ত নিয়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে ছেড়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ দুর্ঘটনার সিসি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে পৃথক ঘটনায় গতকাল সকালে পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় ৪ জন নিহত হয়েছেন।

টোল প্লাজার দুর্ঘটনায় নিহতরা হলেন রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৭) এবং রাজধানী জুরাইনের বাসিন্দা সোহান মিয়ার ছেলে আইয়াজ হোসেন (২), তার শাশুড়ি আমেনা বেগম, শ্যালিকা ইসরাত

জাহান ও রিয়া মনি (১১)। তারা চারজন মগবাজার থেকে প্রাইভেটকারযোগে এক আত্মীয়ের কুলখানি অনুষ্ঠানে গ্রামের বাড়ি মাদারীপুরে যাচ্ছিলেন। আর আব্দুল্লাহ মোটরসাইকেলে করে পিতার সঙ্গে গোপালগঞ্জে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে, বেলা ১১টা ৬ মিনিট ১৫ সেকেন্ডে ঢাকা-মাওয়া হাইওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি মোটরসাইকেল টোল দিচ্ছিল। তার পেছনে ছিল একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার। এর ১৫ সেকেন্ড পর বেপারী পরিবহনের যাত্রীবাহী একটি বেপরোয়া বাস অপেক্ষমাণ গাড়িগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে হেঁচড়ে ৫০ মিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন ও প্রাইভেটকারের এক যাত্রী মারা যায়। স্থানীয়রা প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথিমধ্যে আরও তিনজন মারা যায়।

শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ পর্যন্ত ছয়জন মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে সেনাবাহিনী আটক করেছে।

পাবনায় ট্রাকচাপায় ৪ কৃষিশ্রমিক নিহত

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের সাঁথিয়া-মাধপুর সড়কে গতকাল ভোর ৫টার দিকে ট্রাকচাপায় করিমনের ৪ কৃষিশ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রাঙামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন ও একই গ্রামের ইমান শেখের ছেলে আ. জলিল, ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল। এদের মধ্যে দুপুরে পাবনায় নেওয়ার পথে জলিল মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন ও পরে আরেকজন মারা যান। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ শাকিল আহমদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ দুর্ঘটনা ঘ?টে। শাকিল উপজেলার পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলার শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফাহিমা নামে এক কিশোরী নিহত হয়। সে চান্দিনা উপজেলার বড়কড়ই গ্রামের আমির হোসেনের মেয়ে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় অটোরিকশার ধাক্কায় মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহামুদুর রহমান বলেন, এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।