ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
- আপডেট সময় : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / 51
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনা সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মুখপাত্রের তথ্যমতে, ট্রাম্পের সঙ্গে হাভিয়ের মিলেইর বৈঠকটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে। এটি ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট।
গত বছর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন হ্যাভিয়ার মিলেই। এর পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।
আর ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন হ্যাভিয়ার মিলেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত পোস্টও দিয়েছেন।
আর্জেন্টিনা সরকারের মুখপাত্র আরও বলেন, হ্যাভিয়ার মিলেই যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক তিনি। ট্রাম্পের একজন বড় সমর্থক মাস্ক।