ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ জুন ২০২৫, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় ড. ইউনূসকে ঈদগাহের মুসল্লিরাঃ আপনি ৫ বছর দায়িত্বে থাকুন, এটাই দেশের মানুষের চাওয়া বাংলাদেশে বিশ্বমানের হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যখাতে বিপ্লবের সূচনা! খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান পররাষ্ট্র নীতিতে ড. ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী! ৩ এপ্রিলও ছুটির প্রস্তাব, মিলতে পারে ৯ দিনের ছুটি বউয়ের টিকটকেই ধরা সন্ত্রাসী ছোট সাজ্জাদ, ‘ক্লু’ ছিল গাড়িতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের পরিচয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের পরিচয় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সব প্রমাণ সরকারের কাছে আছে জেলায় জেলায় সরকারি অর্থে ‘আওয়ামী পল্লি’

ডাক্তার সায়েবা আক্তারের উদ্ভাবন: মায়েদের জীবন রক্ষায় এক মাইলফলক

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৬:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 131
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে, কিন্তু তবুও খুশি হওয়ার উপায় নেই। সদ্য সন্তানপ্রসবা মায়ের জীবন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সংকটাপন্ন। এমন দৃশ্য একসময় হরহামেশাই দেখা যেতো, কিন্তু বর্তমানে নতুন মায়েদের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুহার অনেক কমে গিয়েছে।

ডাক্তার সায়েবা খাতুনের উদ্ভাবন ‘Condom Catheter Tamponade’ এর বদৌলতে পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ নতুন মায়েদের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে।

২০০০ সালে, ডাক্তার সায়েবা আক্তার ঢাকা মেডিকেল কলেজের গাইনোকলজি এবং অবস্টেট্রিকস ডিপার্টমেন্টের চেয়ারে ছিলেন। তিনি খেয়াল করেন, অনেক নারী সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যাচ্ছেন। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘Postpartum Hemorrhage’। মারাত্মক পর্যায়ের Postpartum Hemorrhage এ রোগীর দেহ থেকে দুই লিটার পর্যন্ত রক্ত ক্ষরিত হয়। ফলে, রোগী মৃত্যুবরণ করে।

ডাক্তার সায়েবা আক্তার এই সমস্যার একটি সহজ এবং সাশ্রয়ী সমাধান খুঁজে বের করেন। বর্তমানে এই পদ্ধতি সারাবিশ্বে ‘Condom Catheter Tamponade’ কিংবা ‘Sayeba’s Method’ নামে পরিচিত। দেহের যে অংশে রক্তক্ষরণ হয়, সেখানে চাপ প্রয়োগ করলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিটিও এই মূলনীতি মেনেই কাজ করে। এই পদ্ধতিতে জরায়ুতে চাপ প্রয়োগ করার ফলে, রক্তক্ষরণ কিছু সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়।

Condom Catheter Tamponade পদ্ধতির জন্য প্রয়োজন হয় একটি ক্যাথেটার, একটি কনডম, কিছুটা মেডিকাল স্ট্রিং, স্যালাইন সেট এবং স্যালাইন ফ্লুইড। কনডমটিকে ক্যাথেটারের একপ্রান্তে যুক্ত করে আরেকপ্রান্তে স্যালাইন সলিউশন স্যালাইন সেটের মাধ্যমে সংযুক্ত করা হয়। এরপর কনডমটি জরায়ুতে প্রবেশ করানো হয়, এটি স্যালাইন সলিউশনে পূর্ণ থাকায় জরায়ুতে চাপ বজায় রাখে, ফলে ১০ মিনিটের মধ্যেই রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশে ৩১% মাতৃত্বকালীন মৃত্যু রক্তক্ষরণের কারণে হলেও, এই আবিষ্কারের পর তা কমে এসেছে ব্যাপকহারে। ডাক্তার সায়েবার এই উদ্ভাবন বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হওয়ার পর বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং কানাডার মতো দেশে ব্যবহৃত হচ্ছে। ডাক্তার সায়েবা আক্তার এই উদ্ভাবনের জন্য ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে পুরষ্কৃত হয়েছেন।

ডাক্তার সায়েবা আক্তারের এই উদ্ভাবনের কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মায়ের প্রাণ রক্ষা পাচ্ছে অকালমৃত্যু থেকে, চিকিৎসা বিজ্ঞানের মাইলফলক হয়েই থাকবে তার এই আবিষ্কার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাক্তার সায়েবা আক্তারের উদ্ভাবন: মায়েদের জীবন রক্ষায় এক মাইলফলক

আপডেট সময় : ০৬:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

একটি পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে, কিন্তু তবুও খুশি হওয়ার উপায় নেই। সদ্য সন্তানপ্রসবা মায়ের জীবন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সংকটাপন্ন। এমন দৃশ্য একসময় হরহামেশাই দেখা যেতো, কিন্তু বর্তমানে নতুন মায়েদের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুহার অনেক কমে গিয়েছে।

ডাক্তার সায়েবা খাতুনের উদ্ভাবন ‘Condom Catheter Tamponade’ এর বদৌলতে পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ নতুন মায়েদের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে।

২০০০ সালে, ডাক্তার সায়েবা আক্তার ঢাকা মেডিকেল কলেজের গাইনোকলজি এবং অবস্টেট্রিকস ডিপার্টমেন্টের চেয়ারে ছিলেন। তিনি খেয়াল করেন, অনেক নারী সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যাচ্ছেন। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘Postpartum Hemorrhage’। মারাত্মক পর্যায়ের Postpartum Hemorrhage এ রোগীর দেহ থেকে দুই লিটার পর্যন্ত রক্ত ক্ষরিত হয়। ফলে, রোগী মৃত্যুবরণ করে।

ডাক্তার সায়েবা আক্তার এই সমস্যার একটি সহজ এবং সাশ্রয়ী সমাধান খুঁজে বের করেন। বর্তমানে এই পদ্ধতি সারাবিশ্বে ‘Condom Catheter Tamponade’ কিংবা ‘Sayeba’s Method’ নামে পরিচিত। দেহের যে অংশে রক্তক্ষরণ হয়, সেখানে চাপ প্রয়োগ করলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিটিও এই মূলনীতি মেনেই কাজ করে। এই পদ্ধতিতে জরায়ুতে চাপ প্রয়োগ করার ফলে, রক্তক্ষরণ কিছু সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়।

Condom Catheter Tamponade পদ্ধতির জন্য প্রয়োজন হয় একটি ক্যাথেটার, একটি কনডম, কিছুটা মেডিকাল স্ট্রিং, স্যালাইন সেট এবং স্যালাইন ফ্লুইড। কনডমটিকে ক্যাথেটারের একপ্রান্তে যুক্ত করে আরেকপ্রান্তে স্যালাইন সলিউশন স্যালাইন সেটের মাধ্যমে সংযুক্ত করা হয়। এরপর কনডমটি জরায়ুতে প্রবেশ করানো হয়, এটি স্যালাইন সলিউশনে পূর্ণ থাকায় জরায়ুতে চাপ বজায় রাখে, ফলে ১০ মিনিটের মধ্যেই রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশে ৩১% মাতৃত্বকালীন মৃত্যু রক্তক্ষরণের কারণে হলেও, এই আবিষ্কারের পর তা কমে এসেছে ব্যাপকহারে। ডাক্তার সায়েবার এই উদ্ভাবন বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হওয়ার পর বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং কানাডার মতো দেশে ব্যবহৃত হচ্ছে। ডাক্তার সায়েবা আক্তার এই উদ্ভাবনের জন্য ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে পুরষ্কৃত হয়েছেন।

ডাক্তার সায়েবা আক্তারের এই উদ্ভাবনের কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মায়ের প্রাণ রক্ষা পাচ্ছে অকালমৃত্যু থেকে, চিকিৎসা বিজ্ঞানের মাইলফলক হয়েই থাকবে তার এই আবিষ্কার।