ঢাকা ০১ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম

- আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / 49
ঢাকা ০১ আসনে আগামীর নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম
বিশেষ প্রতিণিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দোহার নবাবগঞ্জ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন ব্যারিষ্টার নজরুল ইসলাম।
এমনটাই দলটির বিভিন্ন সুত্র মারফত শুনা যাচ্ছে। দীর্ঘ প্রায় ১৬ বছর তিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে লন্ডনে ছিলেন। সেখানে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন বলে জানা গেছে ।
ইতিমধ্যে তিনি লন্ডন থেকে দেশে চলে এসেছেন এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে যোগদান করছেন।
ইতিমধ্যে তিনি তার নিজের প্রতিষ্ঠিত নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে স্বাগত জানিয়েছেন। এবং দোহার নবাবগঞ্জর অনেক স্থানে তিনি উঠান বৈঠক, কর্মীসভা, অালোচনা সভায় অংশ গ্রহন করছেন।
গত ছাত্র আন্দোলনের কারণে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশ সেবার জন্য দীর্ঘ ১৬ টি বছর পর লন্ডন থেকে দেশে চলে এসেছেন।
দোহার নবাবগঞ্জে তিনি নির্বাচিত হলে বিগত ৫০ বছরের মধ্যে তিনি হবেন সকলের কাছে গ্রহণযোগ্য পার্লামেন্ট মেম্বার, এমনটাই মনে করছেন স্থানীয় কেউ কেউ ।
উল্লেক্ষ থাকে যে, ব্যারিষ্টার নজরুল ইসলাম নবাবগঞ্জের পানালিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। এবং ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী’র সাহেবের মেয়ের জামাতা।