ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবরের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেয় ‘প্রথম আলো’ সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চাপমুক্ত প্রশাসন এবং ড. ইউনূসের দর্শন ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা? গ্যাস-বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ মোদি-হাসিনা মাইনাস: ট্রাম্পের আস্থায় এখন ড. ইউনূস! মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে ভাইরাল ভিডিওর আসল ঘটনা আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’: শেখ হাসিনা অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত ইন্টারপোলের জালে বেনজীর হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে! এটুআই ছিল মিলেমিশে লুটপাটের প্রকল্প আওয়ামী লুটপাটে পঙ্গু ইডিসিএল বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার ‘দুঃখিত, আপা! এটাই শেষ!!’ : হাসিনার উদ্দেশ্য প্রেস সচিব জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মচ্ছব

তসলিমার ‘চুম্বন’ প্রকাশকের জয় বাংলা স্লোগান, মব জাস্টিস উস্কে দেয়ার ভারতীয় প্ল্যান?

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৫:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 46
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

তসলিমা নাসরিন দেশের একজন সমালোচিত ও নিষিদ্ধ লেখিকা। তাকে নিয়ে এবার নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারত। নির্বাসিত তসলিমা বাংলাদেশে আসতে না পারলেও তার লেখা নিষিদ্ধ বই এবারের বই মেলাকে কলঙ্কিত করলো আরও একবার। আর এখানেই ছিলো ভারতের বিশেষ প্ল্যান। এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। তার লেখায় সব সময়ই প্রকাশ পায় ইসলাম বিদ্বেষ। বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উলঙ্গ সব কবিতা-উপন্যাস লেখেন এই লেখক। বই মেলার একটি স্টলে তসলিমা নাসরিনের লেখা ‘চুম্বন’ নামের একটি বই পাওয়া যায়।

এই বইটিকে ঘিরেই মেলা প্রাঙ্গণে শুরু হয় বিশৃঙ্খলা। একদল শিক্ষার্থী সব্যসাচী নামের সেই স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভব নামে আওয়ামী পন্থী একজন লেখক তখন সেখানেই বসে ছিলেন। তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গী বলে আখ্যা দেন এ লেখক। একপর্যায়ে জয় বাংলা স্লোগান দেন তিনি আর এতেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। জয় বাংলা স্লোগান শুনে এ সময় দর্শনার্থীরাও ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘স্বৈরাচারের দালালেররা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মূলত এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বই মেলায় কেন নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই থাকবে? আবার সেখানে বসে থাকবেন একজন আওয়ামী পন্থী লেখক? বিষয়গুলো পরিকল্পিত। ছাত্র-জনতাকে উস্কে দেয়ার জন্যই এমন প্ল্যান করেছে ফেসিস্ট হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী মোদি। যাতে করে বইমেলায় একটা বড় ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়। আর এই মব তৈরির মাধ্যমে পুরো বইমেলাটি পন্ড হয়ে যায়।

 

হাসিনা ভারতে বসেই একের পর ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে ঘিরে। শিক্ষার্থীদের জঙ্গী বলে আখ্যা দেয়ার দুঃসাহসও দেখিয়েছে তাদের এই লেখক। এসব ভারতের ষড়যন্ত্রেরই অংশ বলেই মনে করেন নেটিজেনরাও। সাইফুল ইসলাম নামের একজন ফেসবুকে লিখেছেন, বই মেলায় নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই, বাংলাদেশকে অস্থিতিশীল করার নয়া পরিকল্পনা ভারতের। নাদিয়া নদী নামের একজন লিখেছেন, এত এত ষড়যন্ত্র ফেসিস্ট হাসিনা আর ভারতের, বইমেলাকেও ছাড়লো না তারা। যে তসলিমা নাসরিনকে নিয়ে নতুন করে মব তৈরির পায়তারা করছে ভারত। সেই তসলিমাই ভারতে অপমানিত হয়েছে বারবার। তার বই এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে চেয়ার ছুড়ে মারার ঘটনাও ঘটেছে ভারতে। এই লেখিকা যে শুধু বাংলাদেশে নিষিদ্ধ তাও কিন্তু নয়। ভারতের পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ তিনি। যদিও ভারত তাকে ঠিকই আশ্রয় দিয়েছে। বর্তমানে এই লেখিকার অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে।

 

 

হাসিনা বিগত ১৬ বছরে কায়েম করেছিলো মব জাস্টিস। এটির জনক হাসিনা যখন যাকে যেভাবে ইচ্ছে বিচার বহির্ভূতভাবে হত্যা করতেন আবার গুমও করতেন। মেলা প্রাঙ্গনের ঘটনাটিও হাসিনা আর ভারতের ষড়যন্ত্র, এসব থেকে সাবধান হতে হবে আমজনতাকে এমনটিই মনে করেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তসলিমার ‘চুম্বন’ প্রকাশকের জয় বাংলা স্লোগান, মব জাস্টিস উস্কে দেয়ার ভারতীয় প্ল্যান?

আপডেট সময় : ০৫:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

তসলিমা নাসরিন দেশের একজন সমালোচিত ও নিষিদ্ধ লেখিকা। তাকে নিয়ে এবার নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারত। নির্বাসিত তসলিমা বাংলাদেশে আসতে না পারলেও তার লেখা নিষিদ্ধ বই এবারের বই মেলাকে কলঙ্কিত করলো আরও একবার। আর এখানেই ছিলো ভারতের বিশেষ প্ল্যান। এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। তার লেখায় সব সময়ই প্রকাশ পায় ইসলাম বিদ্বেষ। বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উলঙ্গ সব কবিতা-উপন্যাস লেখেন এই লেখক। বই মেলার একটি স্টলে তসলিমা নাসরিনের লেখা ‘চুম্বন’ নামের একটি বই পাওয়া যায়।

এই বইটিকে ঘিরেই মেলা প্রাঙ্গণে শুরু হয় বিশৃঙ্খলা। একদল শিক্ষার্থী সব্যসাচী নামের সেই স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভব নামে আওয়ামী পন্থী একজন লেখক তখন সেখানেই বসে ছিলেন। তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গী বলে আখ্যা দেন এ লেখক। একপর্যায়ে জয় বাংলা স্লোগান দেন তিনি আর এতেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। জয় বাংলা স্লোগান শুনে এ সময় দর্শনার্থীরাও ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘স্বৈরাচারের দালালেররা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মূলত এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বই মেলায় কেন নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই থাকবে? আবার সেখানে বসে থাকবেন একজন আওয়ামী পন্থী লেখক? বিষয়গুলো পরিকল্পিত। ছাত্র-জনতাকে উস্কে দেয়ার জন্যই এমন প্ল্যান করেছে ফেসিস্ট হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী মোদি। যাতে করে বইমেলায় একটা বড় ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়। আর এই মব তৈরির মাধ্যমে পুরো বইমেলাটি পন্ড হয়ে যায়।

 

হাসিনা ভারতে বসেই একের পর ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে ঘিরে। শিক্ষার্থীদের জঙ্গী বলে আখ্যা দেয়ার দুঃসাহসও দেখিয়েছে তাদের এই লেখক। এসব ভারতের ষড়যন্ত্রেরই অংশ বলেই মনে করেন নেটিজেনরাও। সাইফুল ইসলাম নামের একজন ফেসবুকে লিখেছেন, বই মেলায় নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই, বাংলাদেশকে অস্থিতিশীল করার নয়া পরিকল্পনা ভারতের। নাদিয়া নদী নামের একজন লিখেছেন, এত এত ষড়যন্ত্র ফেসিস্ট হাসিনা আর ভারতের, বইমেলাকেও ছাড়লো না তারা। যে তসলিমা নাসরিনকে নিয়ে নতুন করে মব তৈরির পায়তারা করছে ভারত। সেই তসলিমাই ভারতে অপমানিত হয়েছে বারবার। তার বই এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে চেয়ার ছুড়ে মারার ঘটনাও ঘটেছে ভারতে। এই লেখিকা যে শুধু বাংলাদেশে নিষিদ্ধ তাও কিন্তু নয়। ভারতের পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ তিনি। যদিও ভারত তাকে ঠিকই আশ্রয় দিয়েছে। বর্তমানে এই লেখিকার অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে।

 

 

হাসিনা বিগত ১৬ বছরে কায়েম করেছিলো মব জাস্টিস। এটির জনক হাসিনা যখন যাকে যেভাবে ইচ্ছে বিচার বহির্ভূতভাবে হত্যা করতেন আবার গুমও করতেন। মেলা প্রাঙ্গনের ঘটনাটিও হাসিনা আর ভারতের ষড়যন্ত্র, এসব থেকে সাবধান হতে হবে আমজনতাকে এমনটিই মনে করেন বিশ্লেষকরা।