শিরোনাম ::
তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে মামলাটি করেন।
আদালত মামলটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠাবেন বলে বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
মাসুদুর রহমান জানান, আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। তবে মামলার নম্বর এখনও পড়েনি।
মামলার এজাহারে বলা হয়, ৫ অক্টোবর ঊর্মি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র-গণ আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন; যা তিনি রাষ্ট্রদ্রোহীর অপরাধ করেছেন।