শিরোনাম ::
তাহসানের হৃদয় জয় করা কে এই রোজা
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / 51
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকেই আলোচনায় রোজা আহমেদ। বর্তমানে তিনি ফেসবুকে ‘পপুলার নাও’ ক্যাটাগরিতে রয়েছেন। মূলত সংগীতশিল্পী তাহসান খানকে জড়িয়েই আলোচনায় উঠে এসেছেন তিনি।
তাহসানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আসলেই কিছু নেই। কয়েক প্রজন্মের হার্টথ্রব বলা যায় তাঁকে। ব্ল্যাক ব্যান্ডে ছিলেন আগে। এরপর সোলো গাওয়া শুরু করেন। সেই সঙ্গে অভিনয় আর মডেলিং। কত তরুণীর হৃদয়হরণ করেছেন তিনি তা বলা মুশকিল। অভিনেত্রী মিথিলার সঙ্গে তাঁর বিচ্ছেদের পর বহুদিন একাই দেখা যাচ্ছে এই হ্যান্ডসাম গায়ক ও নায়ককে। তাঁর বিখ্যাত আলো গানে চাঁদের আলো কখনো তাঁর হবে না, আরো তিনি কখনো খুঁজে পাবেন না এমন সব মনভাঙা কথা গানের সুরে গেয়ে আসছেন তিনি বহুদিন ধরে। আর তাহসানের ফেসবুক ফ্যানপেজে তাঁর ও জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের একসঙ্গের এই বেশ অর্থবহ ছবিটি পোস্ট করে বলা হয়েছে, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান’। আর এ নিয়ে ভক্তদের উচ্ছাসের শেষ নেই। ছবিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল এই জুটি বসে আছেন ফুল আর সেই আরাধ্য ‘আলো’ দিয়ে সাজানো ঘরে। সামনে একটি হলুদ কেক রয়েছে। দেখে মনে হচ্ছে হলুদ সন্ধ্যার আয়োজন। রোজা ইসলাম হলুদ শাড়ি পরেছেন আর সঙ্গে রয়েছে হালকা ফুলের গয়না। তাহসান পাঞ্জাবি পরা। ভালোবাসার বন্ধনে আঁকড়ে রেখেছেন রোজাকে দুহাতে, এমনই দেখা যাচ্ছে এখানে। এখন অপেক্ষা করছেন সবাই বাকি গল্পটা জানতে। চলুন এই ফাঁকে রোজা আহমেদকে চিনে নিই কিছুটা।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা| পড়াশোনা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের কসমেটোলজি লাইসেন্স নিয়ে নিউ ইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন| প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন|কাজ করেছেন অনেক তারকার সঙ্গেও। এছাড়াও মেকওভার বিষয়ে তিনি বিভিন্ন ওয়ার্কশপ ও কোর্সে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন ও তাঁদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন| এই মেকওভার এক্সপার্ট কিন্তু নিজে বেশ সাদামাটা সাজপোশাকে দেখা দেন সামাজিক মাধ্যমে। তবে তাঁর ন্যাচারাল লুক আর স্টাইলিশ পোশাক নজর কাড়ে সহজেই। চলুন তবে নিজের ও নিজের উদ্যোগের ইন্সটাগ্রামে পোশট করা কিছু ছবির গল্পে দেখে নিই রোজার যত নজরকাড়া লুক।
১/১১
২/১১
৩/১১
৪/১১
৫/১১
৬/১১
৭/১১
৮/১১
৯/১১
১০/১১
১১/১১