থাইল্যান্ডে কম খরচে যেভাবে চিকিৎসা নেবেন
- আপডেট সময় : ১০:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 41
থাইল্যান্ড সারা বিশ্বের কাছে পর্যটন দেশ হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গা থেকে এখানে লাখ লাখ পর্যটক আসে। তেমনি বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন দেশটিতে ঘুরতে। আপনি জেনে অবাক হবেন যে চিকিৎসা সেবায় থাইল্যান্ড অনেক এগিয়ে।
ঘুরতে আসার ফাঁকে যদি হাতে কিছুটা সময় থাকে তাহলে আপনিও নিতে পারেন কম খরচে উন্নতি চিকিৎসা সুবিধা। আজ এমন একটি সরকারি হাসপাতালের কথা বলব যেটি পাতায়াতে অবস্থিত।
নাম: বাংলামুং হাসপাতাল। আপনি পর্যটক হন বা ওয়ার্ক পারমিটধারি হন তাতে কোনো সমস্যা নেই। আপনার কাছে পাসপোর্টের ফটোকপি থাকলেই চলবে।
সকাল ৮টার আগে গাড়ি বা ট্যাক্সি করে চলে যাবেন পাতায়ার নাকলুয়াতে অবস্থিত বাংলামং হাসপাতালে। যদি থাই বা ইংলিশ ভাষায় পারদর্শী হন তাহলে বেশ।
আর না পারলে পরিচিত কোনো থাই নাগরিকের কাছ থেকে থাই বা ইংলিশ ভাষায় পেপার করে আপনার শারীরিক সমস্যাগুলো লিখে নেবেন। তাহলে চিকিৎসক দেখাতে অনেকটা সুবিধা হবে।
এরপর হাসপাতালে প্রবেশ করে আপনার পাসপোর্ট কপি ও আপনার রোগের কথা বলবেন অথবা (থাই-ইংলিশ ভাষায় রোগের নাম লেখা পেপারটা দেবেন)। তারপর তারা আপনার নামে হাসপাতালের একটি কার্ড করে দেবে ফ্রিতে।
কাউন্টার থেকে বলে দেবে আপনাকে কোন রুমে যেতে হবে। সেখানে চলে যাবেন, সেখানে থাকা নার্স আপনার শরীরের তাপমাত্রা ও প্রেসার মাপবে সেটাও ফ্রি।
তারপর তারা আপনার রোগের বিষয় জানতে চাইবে সেটা বলবেন। তখন তারা আপনার রোগ বিশেষজ্ঞের সিরিয়াল দিয়ে দেবে। আর আপনি আপনার হাসপাতাল থেকে দেয়া কার্ড ও সিরিয়ালের টোকেন নিয়ে অপেক্ষা করবেন চিকিৎসকের জন্য।
যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনি চিকিৎসকের রুমে প্রবেশ করবেন এবং আপনার সমস্যাগুলো বলবেন। যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা দরকার হয় তাহলে চিকিৎসক বলবে, আর না হলে ওষুধ লিখে দেবে।
চিকিৎসক রুমের পাশেই আছে হাসপাতালের ফার্মেসি সেখান থেকে আপনাকে নামমাত্র মূল্য দেয়া হবে ওষুধের। এবং কিভাবে সেবন করবেন সেসব নিয়ম-কানুন।
যদি আপনার বড় ধরনের শারীরিক সমস্যা না থাকে তাহলে তারা চিকিৎসক ও মেডিকেল ফি বাবদ ২০০ বাত (৫৪০ টাকা) নেবে আর বড় কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাও খুব কম টাকায় করাতে পারবেন। আর ওষুধের দামও খুবই কম হাসপাতালের ভেতর সরকার নির্ধারিত ফার্মাসিতে। হাসপাতালের আসা সকল রোগীদের খাওয়া-দাওয়ার জন্য ভেতর আছে ক্যান্টিন, যেগুলোর খাবারের দাম বাইরের দোকানের চেয়ে কিছুটা কম।
আপনি শুনে অবাক হবেন যে থাই নাগরিকদের জন্য এই হাসপাতালে সকল চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ মাত্র ৩০ বাত (৮১ টাকা)। এটা সত্যি অবাক করার বিষয়।
সুতরাং আপনি চাইলে খুব কম খরচে নিতে পারেন উন্নত চিকিৎসা। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।