” দরদ ” কেন ফ্লপ হলো?

- আপডেট সময় : ০৬:০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 67
প্রথমত, ছবিটার কোনো গানই ভাল লাগেনি, ইমরানের একটা গান ছাড়া। অনেকেই বলছেন, গান সময়মত রিলিজ দেওয়া হয়নি এজন্য প্রচারণা হয়নি। আমার কথা হচ্ছে যে এই গানগুলো ১০ -১৫ দিন আগে রিলিজ দিলেও হাইপ আসতো না, সেরকম গানই না এগুলা। এটা অনন্য মামুন ভাল করে জানে বলেই রিলিজ দেয়নি।
দ্বিতীয়ত, ছবির প্রচারণা একদমই হয়নি। শাকিব খান, সোনাল চৌহান, পায়েল বা ছবি সংশ্লিষ্ট কেউই সেভাবে প্রচারণা করেনি। পাশের দেশের দেবকে দেখেন ” খাদান ” ছবিটার কি লেভেলের প্রচারণা করছে। দেব, ঈধিকা সহ পুরো টিম কি প্রচারণা করছে ছবিটাকে দর্শকের কাছে পৌঁছে দিতে।
তৃতীয়ত, ছবির গল্পটা যথেষ্টই ভাল ছিল, কিন্তু অনন্য মামুন যথাযথভাবে বানাতে পারেনি ছবিটি। এই সেইম গল্পে রায়হান রাফি বা হিমেল আশরাফ আরও ভাল সিনেমা বানাতে পারতো।
চতুর্থত, শাকিব খান বাদে কোনো অভিনেতা অভিনেত্রীর অভিনয় সেরকম ভাল লাগেনি। পায়েল যথাযথ ছিল। কারও কারও অভিনয় এত বাজে ছিল।