‘দিল্লি না ঢাকা’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

- আপডেট সময় : ১০:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / 74
ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সোমবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বিক্ষোভে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, জ্বালো রে জালো, আগুন জ্বালো’, প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।
এর আগে একই স্থানে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করেছে ইসকন। সেখানে ভারত দুঃখ প্রকাশ করতে পারত। কিন্তু তা না করে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে দেশটি হস্তক্ষেপ করছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’
তিনি আরো বলেন, ‘ভারত আমদানি-রপ্তানি বন্ধ করে বাংলাদেশে সংকট তৈরি করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, ষড়যন্ত্র যতই করা হোক না কেন আমরা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করব না।’