ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. ইউনূসকে সভাপতি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে ভল্টের টাকায় অবৈধ বাণিজ্য বিডিআর বিদ্রোহের বিচার পুনরায় করা সম্ভব? সংলাপ, সংস্কার ও নির্বাচন নিয়ে যে প্রক্রিয়ায় এগোতে চায় সরকার এবার সরকারের কাছে ৬৩ কোটি ডলার সুদ চাইল রাশিয়া এফবিসিসিআই সভাপতির পদত‍্যাগ, প্রশাসক নিয়োগ তারল্য বাড়াতে ‘বিশেষ ধার’ আগামী সপ্তাহে ৭ হাজার কোটিতে নির্মিত তিন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ গার্মেন্টসে থামছে না অস্থিরতা চাকরি গেল আরো দুই লেফটেন্যান্ট জেনারেলের ওষুধের বাজারে উত্তাপ ব্যাংকিং খাত সংস্কারে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন সড়ক পরিবহনে আসছে ‘অ্যাকশন প্ল্যান’ গরুর দিয়ে পাট নিতে চায় পাকিস্তানি সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন, নেতৃত্বে যারা সংবিধান সংস্কারের উদ্যোগ, কমিশনের দায়িত্বে শাহদীন মালিক ছয় বিশিষ্ট নাগরিককের নেতৃত্বে সংস্কার কমিশন গঠনের ঘোষণা প্রধান উপদেষ্টার শিগগিরই মেট্রোরেলের বন্ধ থাকা স্টেশন চালু হচ্ছে বিদ্যুতের পাওনা চেয়ে ড. ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি

দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৩:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / ৫০১৫ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকছেন, এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেখ হাসিনা ভারতে থাকবেন রিফিউজি বা শরণার্থী হিসেবে নয়। তিনি থাকবেন ভিসার মেয়াদ অনুযায়ী। খবর: আনন্দবাজার পত্রিকার ও টাইমস অব ইন্ডিয়া

গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। গুঞ্জন উঠেছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা। তবে, এ নিয়ে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা। এমতাবস্থায় তিনি কোন দেশে যাবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারেন বলেও ধারণা করা যাচ্ছে। তবে, রাজনৈতিক আশ্রয় পাওয়া এবং শরণার্থী হিসেবে কোনো দেশই তাকে আশ্রয় নাও দিতে পারে। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

এমতাবস্থায় নাম প্রকাশ না করার শর্তে ভারতের কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, যতদিন ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে, এর চেয়ে বেশি সময় থাকবেন শেখ হাসিনা।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা নিউজ১৮ কে বলেন, ‘এই মুহূর্তে তার (শেখ হাসিনা) কোনো দেশে নিরাপদে যাওয়ার পথ তৈরি হয়নি। আমাদের দেশে এই ধরনের শরণার্থী বা আশ্রয়প্রার্থীদের নিয়ে আইনও নেই। তাই এই আইনে আনা যাচ্ছে না। আইনত তাকে (শরণার্থী বা আশ্রয়প্রার্থী) কিন্তু আমাদের এখানে রাখা যাচ্ছে না। দালাই লামা আছেন মূলত সরকারি বিশেষ পলিসির কারণে।’

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের কারণে ভারতে আশ্রয় চান, তাহলে তা দেবে দেশটি। শেখ হাসিনা এই ক্যাটাগরির ভেতরে পড়েন না।

এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই বাংলাদেশে ফিরে যাবেন।’

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৬ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না। এই অবস্থায় বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৩:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকছেন, এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেখ হাসিনা ভারতে থাকবেন রিফিউজি বা শরণার্থী হিসেবে নয়। তিনি থাকবেন ভিসার মেয়াদ অনুযায়ী। খবর: আনন্দবাজার পত্রিকার ও টাইমস অব ইন্ডিয়া

গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। গুঞ্জন উঠেছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা। তবে, এ নিয়ে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা। এমতাবস্থায় তিনি কোন দেশে যাবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারেন বলেও ধারণা করা যাচ্ছে। তবে, রাজনৈতিক আশ্রয় পাওয়া এবং শরণার্থী হিসেবে কোনো দেশই তাকে আশ্রয় নাও দিতে পারে। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

এমতাবস্থায় নাম প্রকাশ না করার শর্তে ভারতের কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, যতদিন ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে, এর চেয়ে বেশি সময় থাকবেন শেখ হাসিনা।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা নিউজ১৮ কে বলেন, ‘এই মুহূর্তে তার (শেখ হাসিনা) কোনো দেশে নিরাপদে যাওয়ার পথ তৈরি হয়নি। আমাদের দেশে এই ধরনের শরণার্থী বা আশ্রয়প্রার্থীদের নিয়ে আইনও নেই। তাই এই আইনে আনা যাচ্ছে না। আইনত তাকে (শরণার্থী বা আশ্রয়প্রার্থী) কিন্তু আমাদের এখানে রাখা যাচ্ছে না। দালাই লামা আছেন মূলত সরকারি বিশেষ পলিসির কারণে।’

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের কারণে ভারতে আশ্রয় চান, তাহলে তা দেবে দেশটি। শেখ হাসিনা এই ক্যাটাগরির ভেতরে পড়েন না।

এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই বাংলাদেশে ফিরে যাবেন।’

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৬ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না। এই অবস্থায় বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।