দেশোয়ালি: রঙ, সুতা ও স্বপ্নের মেলবন্ধন

- আপডেট সময় : ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 65
দেশোয়ালি
দেশীয় জিনিস নিয়ে যার পথ চলা। বিভিন্ন রকম আরামদায়ক ,রুচিশীল, মানসম্মত পোশাকের সমাহার নিয়ে সামনে নিয়ে যাচ্ছে…..
যে কোন কাজ করতে গেলেই পরিবারের সাপোর্ট খুব বেশি দরকার হয়। সেক্ষেত্রে আমার হাজবেন্ড ১০০ তে ১০০। তার অনুপ্রেরণাতেই একটু একটু করে সামনের যাচ্ছি আমি আর আমার দেশোয়ালি।।
যখন থেকে থ্রি পিস পড়া শুরু করি, ওড়না পছন্দ করা আমার জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াত…. সবসময় মনে হতো কালাআর ঠিক ম্যাচিং হয়নি।
সেখান থেকেই ব্লকের কাজ শেখা যেন নিজের মতো করে নিজের জিনিসটি বানিয়ে নিতে পারি। ছোটবেলায় দেখতাম মা সুইসুতার কাজ করছেন….
তখন শুধু দেখতামই। কিন্তু পরে তাতে আগ্রহ জন্মায় একটু একটু করে সেলাই শেখা।
ছবি আঁকাটা অন্যকে ভালো লাগার জায়গা ছিল রং তুলি সে যেন অন্য এক জগত আর সেখান থেকেই আজকের হ্যান্ড পেইন্ট। রং তুলি তো আছেই আর শাড়ি থ্রি পিস পাঞ্জাবি হয়ে গেল আমার ক্যানভাস।।
সুই- সুতা, রং -তুলি, ব্লকের ডাইস এইসব নিয়ে আমাদের দেশোয়ালি…
শান্ত আপুকে ধন্যবাদ, ফিমেন্স ফিয়েস্তা এর মত গ্রুপে আমাকে অ্যাড করেছেন। যাতে আমি আরো নতুন করে নিজেকে পরিচিত করতে পারি এত বড় পরিবারের সকলের কাছে।