শিরোনাম ::
দোহার-নবাবগঞ্জ কে আলাদা করতে নির্বাচন কমিশনে আবেদন

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৯:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / 71
সংসদীয় আসন ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ কে আলাদা করতে নির্বাচন কমিশনে আবেদন।
রাজধানীর পাশে ঢাকা জেলার গুরুত্বপূর্ণ দুটি উপজেলা ঢাকা নবাবগঞ্জ-২, ঢাকা দোহার-১ এই দুইটি আসন পূর্বে ছিল।
২০০৮ সালের নির্বাচনে দুটি আসন কে একত্রিত করণ করে ঢাকা-১ করা হয়েছিল। বিগত দিনের 1/ 11 এর সরকার ফখরুদ্দিন ও মঈনুদ্দিন এর সময়ে আসন দুইটি এক করে ঢাকা নবাবগঞ্জের জনগনের উন্নয়নে তাদের ন্যায্য অধিকার বঞ্চিত করা হয়েছে বলে সাধারণ মানুষের অভিমত প্রকাশ পেয়েছে।
সেই সূত্রেধরে আইয়ুব আলী দোহার নবাবগঞ্জ আসনকে পূর্বের আসনে ফিরে পেতে ইসিতে আবেদন জানিয়েছেন।
এবিষয়ে নবাবগঞ্জের জনগনের জোর দাবি ন্যায্য অধিকার ঢাকার এই দুই উপজেলাকে ভাগ করে ঢাকা-২ নবাবগঞ্জ আসন ও ঢাকা-১ দোহার আসনে পুনঃ বহাল করা হউক
বলে সময়ের দাবি তুলছেন স্থানীয় জনগণ।