নারী উদ্যোক্তার স্বপ্ন এবং ব্লিং বাই এমএন এর যাত্রা

- আপডেট সময় : ০৬:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 108
প্রবাদে আছে, প্রতিটি নারীর অহংকার হল তার গায়ের অলংকার। তাতে এটা বলা যায় যে অলংকার ছাড়া একজন নারী পরিপূর্ণ নয়। শাড়ি থেকে ওয়েস্টার্ন প্রতিটি পোশাকে অলংকার আবশ্যক।
ছোট বেলা থেকেই উদ্যোক্তা হওয়ার প্রতি সবসময় একটা আলাদা ইচ্ছা কাজ করত। যার কারণে আইনজীবী পেশা থাকা স্বত্বেও পাশাপাশি ব্লিং বাই এমএন এর যাত্রা শুরু করা হয় কয়েক বছর আগে।
জীবনে যেকোনো কাজ সফল ভাবে শুরু করার আগে নিজের পরিবার এর সাপোর্ট খুব জরুরী যা আমি প্রথম থেকেই পেয়ে এসেছি আলহামদুলিল্লাহ। ছোট থেকে মা বাবার সাপোর্ট তো পেয়েছিই তারপর পেয়েছি হাসব্যান্ড এর সাপোর্ট যা না পেলে আজকে আমি যতটুকুই আগাতে পেরেছি তা হয়তো সম্ভব হত না।
ব্লিং বাই এমএন একটি আস্থার জায়গা। এটি একটি অনলাইন প্লাটফর্ম যেখানে সকল ধরনের হাই কোয়ালিটি ইমপোর্টেড জুয়েলারি পাওয়া যায়। ট্রেন্ড এর সাথে ম্যাচ রেখে সকল ধরনের নতুন এবং ফ্যাশনেবল জুয়েলারি নিজেরাই আমরা ইমপোর্ট করে থাকি। যারা আমাদের সাথে প্রথম থেকে আছেন তারা আমাদের কোয়ালিটি এবং প্রাইসিং নিয়ে খুবই সন্তুষ্ট। প্রত্যেকটি প্রোডাক্ট হাই কোয়ালিটি টাইটেনিয়াম এবং গোল্ড প্লেটিং করা যার সাথে থাকছে কালার গ্যারান্টি।
ফাল্গুন, ভ্যালেনটাইন এবং ঈদ কে কেন্দ্র করে অনেক অনেক নতুন প্রোডাক্ট স্টক করা হয়েছে এবং হচ্ছে।
সোশাল মিডিয়ার জনপ্রিয় লেডিস গ্রুপ ফেমিস ফেস্টা যেকোনো নারী উদ্যোক্তার জন্য খুবই উপকারী একটি গ্রুপ। গ্রুপ অ্যাডমিন শান্তু আপু সকল গ্রুপ মেম্বার দের সব দিক দিয়ে সবসময় পাশে থাকেন। যাকে যেভাবে সম্ভব উনি সহযোগিতা করেন।ফেমিস ফেস্টা এবং তার অ্যাডমিন এর জন্য শুভকামনা রইল।