নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন
- আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 110
সংসদীয় আসন ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থী আগামীর ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঢাকা-১ এ নির্বাচনী গণসংযোগে স্বাধীনভাবে প্রচার প্রচারণা সাধারণ মানুষের কাছে গিয়ে নিজেদের পরিচিতি, কর্মপরিকল্পনা তুলে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে দোহার-নবাবগঞ্জ কে সাজাতে নির্বাচনী ইসতেহার দিচ্ছেন।
অবকাঠামো উন্নয়ন সহ রাজধানীর এতো কাছে হয়েও রাজধানী বাসীর যে সুবিধা ভোগ করার কথা সেটা দোহার নবাবগঞ্জের জনগন পান না। বিভিন্ন দিকে বঞ্চিত হয়ে আছেন।
মাত্র রাজধানী থেকে ২৬ কিলোমিটার দূরে নবাবগঞ্জ দোহার
এতো কাছাকাছি থেকে বিশেষ করে গ্যাস সংযোগ, রাস্তাঘাটের
করুণ অবস্থা থেকে পরিত্রাণ চান এলাকাবাসী। বিগত দিনে কথা দিয়ে কথা রাখেননি তাদের বয়কট করে নতুনদের সুযোগ দিতে চান দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা বাসী। সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হলে এক জরিপে উঠে আসে
এবার ভোটের হিসাব নিকাশ অন্যভাবে করতে চান তারা। কেন না তারা বিগত দিনে মিথ্যা আশ্বাসে ভোট দিয়েছেন অসৎ প্রতারকদের, কারন তারা বার বার নবাবগঞ্জ দোহার কে আধুনিক মডেল উপজেলা, জীবন মান উন্নয়ন করা, মা বোনদের চাওয়া গ্যাস সংযোগ দিয়ে তাদের পাশে দাড়ানোর প্রতিশ্রুতিতে কথা বলছিলেন, দেখা গেছে কেউই কথা রাখেনি।
বছরের পর বছর পার হয়েছে কাজ হয়নি অথচ নবাবগঞ্জ পেরোলেই কেরানীগঞ্জে গ্যাস বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ অথচ পাশ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ দোহারে গ্যাস আসেনি, কেউ আনার চেষ্টা ও করেননি, করলেও গ্যাস আসেনি, মিল কারখানা হয়নি, রাস্তা ঘাট যেভাবে থাকার কথা ছিল সেভাবে নেই,এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক বলে জানান।
আমাদের দোহার নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার কোটি টাকা ওয়ালা এই জনপদে তাদের বিচরণ করেছে সেভাবে তাদের অবদান নেই নির্বাচনী এলাকার। এধরনের মানুষ এলাকায় চৌদ্দ হালি হলেও



















