ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিভাবে বাড়ছে বাংলাদেশের আয়তন? পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করছেন পুতুল? চারটি প্রদেশ নিয়ে গঠিত হবে নতুন বাংলাদেশ! সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত যৌক্তিক : প্রেসসচিব অল দ্য প্রাইম মিনিস্টারস মেন: সাংবাদিকদের নামে মামলা নতুন অডিও ফাঁস : কাঁদতে কাঁদতে যা বললেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনার বিচার করা: শফিকুল আলম পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসাধারণের অভিমত চাইলেন প্রধান উপদেষ্টা শাপলা চত্বরে হেফাজত দমন : অপারেশন ফ্ল্যাশ আউট বেগম জিয়াকে হিংসা করতেন হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? পররাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রদের ঘোষণাপত্র দিতে বারণের কারণ জানালেন ড. ইউনূস  ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে জুলাই ঘোষণাপত্রের দরকারই নাই রেস্তোরাঁ, ওষুধ ও মোবাইল রিচার্জে বাড়ছে না ভ্যাট ধর্মনিরপেক্ষতাসহ রাষ্ট্র পরিচালনার ৩ মূলনীতি বাদ পদত্যাগপত্রে যা বললেন টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক আমার মেয়ের খুনি কে, আমি কি বিচার পাব না: প্রশ্ন তিন্নির বাবার

নোভারটিস বাংলাদেশের সিংহভাগ শেয়ার কিনছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 131
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোভারটিস বাংলাদেশ লিমিটেডের সিংহভাগ শেয়ার কিনে নিচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এ বিষয়ে আজ দুই কোম্পানির মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে নোভারটিস বাংলাদেশ লিমিটেড (এনবিএল)।

প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এনবিএলের সিংহভাগ মালিকানা রেডিয়েন্টের কাছে স্থানান্তরের মাধ্যমে নোভারটিস বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশে বিশ্বমানের ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে চায়।

১৯৭৩ সাল থেকে নোভারটিস ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যৌথ উদ্যোগে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে নোভারটিসের শেয়ার ৬০ শতাংশ। এই শেয়ার তারা বিক্রি করে দিচ্ছে।

বাংলাদেশে এনবিএলের মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা রক্ষা ও উদ্ভাবনী ওষুধ সরবরাহ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ নোভারটিস। এ ছাড়া এনবিএলের সব স্থায়ী কর্মীকে কমপক্ষে তিন বছর একই সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছে রেডিয়েন্ট। এই হস্তান্তরের মাধ্যমে কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি এটি বাংলাদেশে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিতকরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেলা ১১টায় শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে স্বাক্ষর করেন নোভারটিসের এশিয়া অ্যাসপায়ারিং মার্কেটসের প্রধান কেভিন জু এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনহা ইবনে জামালী। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোভারটিসের হেড এশিয়া অ্যাসপায়ারিং মার্কেটস কেভিন জু বলেন, ‘বৈশ্বিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এনবিএলে আমাদের শেয়ার শীর্ষস্থানীয় এক দেশীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। উদ্ভাবনী ওষুধের মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়ন ও তাদের দীর্ঘায়ু নিশ্চিতে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছি। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কর্মীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই হস্তান্তর প্রক্রিয়ায় রেডিয়েন্টকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী রেডিয়েন্ট ও নোভারটিসের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারত্বের দিকগুলো তুলে ধরেন। তিনি মনে করেন, এই অংশীদারত্ব দেশের মানুষের জন্য নোভারটিসের উদ্ভাবনী পণ্য সরবরাহে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি নোভারটিসের পূর্ববর্তী কোম্পানি সিবা-গেইগি ও পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নোভারটিসের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারক কোম্পানি। রেডিয়েন্ট ফার্মার সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোভারটিস বাংলাদেশের সিংহভাগ শেয়ার কিনছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস

আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

নোভারটিস বাংলাদেশ লিমিটেডের সিংহভাগ শেয়ার কিনে নিচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এ বিষয়ে আজ দুই কোম্পানির মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে নোভারটিস বাংলাদেশ লিমিটেড (এনবিএল)।

প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এনবিএলের সিংহভাগ মালিকানা রেডিয়েন্টের কাছে স্থানান্তরের মাধ্যমে নোভারটিস বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশে বিশ্বমানের ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে চায়।

১৯৭৩ সাল থেকে নোভারটিস ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যৌথ উদ্যোগে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে নোভারটিসের শেয়ার ৬০ শতাংশ। এই শেয়ার তারা বিক্রি করে দিচ্ছে।

বাংলাদেশে এনবিএলের মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা রক্ষা ও উদ্ভাবনী ওষুধ সরবরাহ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ নোভারটিস। এ ছাড়া এনবিএলের সব স্থায়ী কর্মীকে কমপক্ষে তিন বছর একই সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছে রেডিয়েন্ট। এই হস্তান্তরের মাধ্যমে কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি এটি বাংলাদেশে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিতকরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেলা ১১টায় শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে স্বাক্ষর করেন নোভারটিসের এশিয়া অ্যাসপায়ারিং মার্কেটসের প্রধান কেভিন জু এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনহা ইবনে জামালী। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোভারটিসের হেড এশিয়া অ্যাসপায়ারিং মার্কেটস কেভিন জু বলেন, ‘বৈশ্বিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এনবিএলে আমাদের শেয়ার শীর্ষস্থানীয় এক দেশীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। উদ্ভাবনী ওষুধের মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়ন ও তাদের দীর্ঘায়ু নিশ্চিতে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছি। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কর্মীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই হস্তান্তর প্রক্রিয়ায় রেডিয়েন্টকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী রেডিয়েন্ট ও নোভারটিসের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারত্বের দিকগুলো তুলে ধরেন। তিনি মনে করেন, এই অংশীদারত্ব দেশের মানুষের জন্য নোভারটিসের উদ্ভাবনী পণ্য সরবরাহে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি নোভারটিসের পূর্ববর্তী কোম্পানি সিবা-গেইগি ও পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নোভারটিসের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারক কোম্পানি। রেডিয়েন্ট ফার্মার সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী আছে।