পদ্মা সেতু নির্মাণ ব্যয় নিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠীর মিথ্যা প্রচারণাগুলোকে চ্যালেঞ্জ করতে চাই!!
- আপডেট সময় : ০৭:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ১৬ বার পড়া হয়েছে
ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অন্যান্য বিএনপি নেতারা, যারা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে মিথ্যাচার করছেন, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তারা পারলে দেখাক কোথায় পদ্মা সেতু প্রকল্পে ৩০ হাজার ১৯৩ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
(১) পদ্মা সেতু প্রকল্পে, মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১২,৪৯৩ কোটি টাকা। অর্থাৎ, আপার ডেক এবং লোয়ার ডেক দুটো মিলেই যে মূল সেতু, সেই মূল সেতুর ব্যয় এটি।
-বাকি টাকা খরচ হয়েছে,
• নদী শাসনে ব্যয় ৮,৯৭২ কোটি টাকা
• সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণে ব্যয় ১,৫০০ কোটি টাকা
• ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ সংক্রান্তে ব্যয় ৪,৩৪২ কোটি টাকা
• পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট, আয়কর, যানবহন, বেতন ও ভাতাদি এবং অন্যান্য খাতে ব্যয় ২,৮৮৫ কোটি টাকা
**এখানে, কোথায় লুটপাট করার উদ্দেশ্যে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে তা প্রমাণসহ তথ্য দিন।
(২) প্রতিটি পয়সা বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করেছে।
(৩) একটি পয়সাও বাহিরের কোনো দেশ বা প্রতিষ্ঠান থেকে ধার করা হয়নি। সরকারের অর্থ মন্ত্রণালয় এই টাকা সেতু বিভাগকে দিয়েছে।
(৪) সেতু বিভাগ টোল সংগ্রহের মাধ্যমে সেই অর্থ সংগ্রহ করে আগামী ৩৬ বছরে অর্থ মন্ত্রণালয়কে ফেরত দিবে, যা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহৃত হবে।
ডান-বামে গুজব না ছড়িয়ে, সৎ সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহন করুন।