পাঁচ ইডিয়টের গল্প
- আপডেট সময় : ১০:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
পাঁচ ইডিয়টের গল্প
“সম্রাট আকবর বিরবলকে এক মাসের মধ্যে দেশ থেকে পাঁচজন সেরা ইডিয়ট খুঁজে বের করে দরবারে হাজির করার জন্য হুকুম দিলেন। এক মাস ধরে প্রাণান্তকর চেষ্টা করে বিরবল মাত্র দুজনকে দরবারে হাজির করলেন।
সম্রাট আকবর রেগে গিয়ে বললেন, একি, আমি বলেছি পাঁচজনের কথা, আর তুমি হাজির করেছ মাত্র দুজন?
– জাঁহাপনা, আমাকে এক এক করে পাঁচজনকে আপনার সামনে পেশ করার সুষোগ দিন।
বিরবল এক প্রজাকে সামনে এনে বললেন, হুজুর এই গাড়োয়ান একটি গরুর গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়োয়ান সমস্ত জিনিসপত্র মাথায় রেখে গাড়ি চালাচ্ছিল যাতে গরুর কোনো কষ্ট না হয়। এ হলো আপনার প্রথম ইডিয়ট ( যেমন, দেশের কর্পোরেট সেক্টরে অন্যদের মাঝে দায়িত্ব অর্পণ না করে যে ইডিয়ট সমস্ত বোঝা নিজে বয়ে বেড়ায়)।
দ্বিতীয় ব্যক্তিকে সামনে এনে বিরবল বললেন, এ হলো দ্বিতীয় ইডিয়ট। সে তার খড়ের ঘরের ছাদে কিছু ঘাস চাষ করে তার গরুকে সিঁড়ি বেয়ে ছাদে তুলে ঘাস খাওয়াতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছিল ( আমাদের কর্পোরেট সেক্টরে তাঁরা হলেন এই ইডিয়টের মতো, যারা অবাস্তব টার্গেট মাথায় নিয়ে অন্যকে সামর্থ্য ও যোগ্যতা না থাকা সত্বেও বাস্তবায়নে বাধ্য করে)।
বিরবল বললেন, মহারাজ, দেশে অনেক জরুরি ও জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আমি ইডিয়ট খোঁজার জন্য অযথা একমাস সময় নষ্ট করেছি। আমার মতে, আমি হলাম তৃতীয় ইডিয়ট (এ ধরনের ইডিয়ট বিনা দ্বিধায় অপ্রয়োজনীয় ও অবান্তর কাজ করতে গিয়ে উর্ধতন কর্মকর্তাদের সহানুভূতি লাভের আশায় চাকরের মতো তৈলমর্দন করে বেড়ায়)।
সম্রাট আকবর জিজ্ঞেস করলেন, চতুর্থ ও পঞ্চম ইডিয়ট কারা?
বিরবল একটু থেমে বললেন, ক্ষমা করবেন মহারাজ, আপনি দেশের সম্রাট। দেশের জনগণের উন্নতি ও অগ্রগতির জন্য কাজ করা আপনার দায়িত্ব। রাজ্যের কার্য সম্পাদনের জন্য আপনার প্রয়োজন জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বুদ্ধিমান পরামর্শ দাতার। জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বুদ্ধিমান লোক খোঁজার পরিবর্তে আপনি আমাকে পুরো একটি মাস ব্যস্ত রাখলেন ইডিয়ট খোঁজার জন্য। আমার মতে আপনি হলেন চতুর্থ ইডিয়ট( অযোগ্য ও নিন্দনীয় নেতা হলো তারা যারা কার্য সম্পাদনে অপ্রয়োজনীয়, অন্যায্য, অকার্যকর পরিকল্পনা গ্রহণ করে অযথা সময় ও অর্থ ব্যয় করে এবং ইডিয়টদের তা তোষামোদিসহ সমর্থন ও অনুসরণ করতে বাধ্য করে)।
এবং মহারাজ, যে ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জরুরি গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে পঞ্চম ইডিয়ট খোঁজার জন্য উৎসুক হয়ে হোয়াটসঅ্যাপে আঠার মতো সেঁটে থাকে, সে হলো পঞ্চম ইডিয়ট।
জাঁহাপনা, আমি কি ঠিক ঠিক পাঁচজন ইডিয়টের হিসাব দিতে পেরেছি? এবং পাঁচজন ইডিয়টের হিসাবটি কি আপনার পছন্দ হয়েছে?
সম্রাট আকবর বললেন, বিলক্ষণ, তা আর বলতে! অনতিবিলম্বে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পোস্ট করে দাও।”