পাকিস্তানের ভিসা পেতে ফি লাগবে না বাংলাদেশিদের
- আপডেট সময় : ০৬:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫০৪৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের ভিসা পেতে ফি লাগবে না বাংলাদেশিদের
বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন।
আহমদ মারুফ বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
’
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এদিকে পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘কোনো এক পর্যায়ে, কোনো এক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপড়েন ছিল।
স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয়, আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সঙ্গে বন্ধুত্ব চাই। পাকিস্তানের সঙ্গে তো এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কে আপনারা যদি মনে করেন একটু টানাপড়েন চলছে, দ্বিপক্ষীয়ভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে কিনারায় নিয়ে আসা।
তবে আমরা একটা কথা মনে করি, সম্পর্ক মানুষকেন্দ্রিক হতে হবে। এমন হতে হবে যেন মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো।’