শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক ৯ ডিসেম্বর
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৪:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / 99
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন সেহেলী সাবরিন এই তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে ৯ ডিসেম্বর। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে ভারতে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার বিষয়ে সরকারের (পুলিশ/আদালত/হোম মিনিস্ট্রি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে অতীতের মতই সু-সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা সরকারের।