কথায় আছে, ইলেকট্রনিক পণ্য ব্যবহার করতে হয় ‘এক হাতে’। কিন্তু রেফ্রিজারেটর বা ফ্রিজ এমন একটি নিত্যব্যবহার্য পণ্য, যেটি পরিবারের সবাইকেই কমবেশি ব্যবহার করতে হয়। ‘দশ হাতে’ ব্যবহারের ফলে প্রায় সময়ই দেখা দেয় নানান সমস্যা। ফ্রিজের দরজাটা ঠিকমতো বন্ধ হচ্ছে না, খাবার যতটুকু ঠান্ডা হওয়ার দরকার ততটুকু হচ্ছে না, সারা দিন খুব জোরে জোরে শব্দ হচ্ছে—এমন সমস্যায় আমাদের প্রায়ই পড়তে হয়। তবে বিচলিত হওয়ার কিছু নেই। ব্যবহার্য জিনিসের এমন সমস্যা হতেই পারে। তার সমাধানও কঠিন নয়। রেফ্রিজারেটরের এমন সমস্যা এবং তার সমাধান দিয়েছেন বাটারফ্লাইয়ের সহকারী ব্যবস্থাপক বিপুল কুমার দাস।
প্রায়ই ফ্রিজ নিয়ে নানা সমস্যায় পড়তে হয়
১. ফ্রিজ যথেষ্ট ঠান্ডা না হলে
প্রতিদিন আপনার ফ্রিজ ঠান্ডা থাকে, খাবারগুলো ঠিকঠাক থাকে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সেই ঠান্ডাটা হচ্ছে না। সে সময় ফ্রিজের ভেতরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে। চিন্তার কোনো কারণ নেই। এ রকম সমস্যায় প্রথমেই দেখতে হবে প্লাগ ঠিকমতো লাগানো আছে কি না। আবার ফ্রিজের পেছনে ক্যাপাসিটরে বেশি ধুলা-ময়লা জমে থাকলেও ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। তবে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। তা ছাড়া ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ হয় কি না তা হালকাভাবে চাপ দিয়ে দেখুন। যদি না হয় তাহলে বুঝতে হবে এটি এয়ারটাইট নয়।
২. দরজা বন্ধ না হলে
ফ্রিজের সমস্যার গুরুত্বপূর্ণ একটি হলো, এর দরজা ঠিকমতো বন্ধ না হওয়া। সাধারণত সিল ডিফেক্ট হলে দরজায় এমন সমস্যা দেখা দেয়। অনেক সময় ফ্রিজ খুব ভালোভাবে পরিষ্কার করার পর আবার ঠিকমতো দরজা লাগানো যায়। এরপরও যদি না হয়, তাহলে দরজা বদলে ফেলাই সবচেয়ে সহজ সমাধান। কিন্তু কোনোভাবেই যদি দরজা বদলানো না যায় এবং ফ্রিজটি বেশ পুরোনো হয়, তাহলে ফ্রিজটি বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ।
৩. ফ্রিজ থেকে সারাক্ষণ জোরে জোরে শব্দ হলে
স্বাভাবিকভাবে চলার সময় ফ্রিজ থেকে হালকা শব্দ বের হয়। একটা নির্দিষ্ট সময় পরপর, থেমে থেমে এই শব্দ আমরা শুনতে পাই। কিন্তু ফ্রিজে যখন সমস্যা দেখা দেয়, তখন এই শব্দ সারাক্ষণই হতে থাকে। এবং তা খুব জোরে জোরে। এমন সমস্যায় দেখতে হবে আপনার ফ্রিজটি কি দেয়ালের গা ঘেঁষে রাখা আছে কি না। ফ্রিজ দেয়াল থেকে কমপক্ষে ১০ সেন্টিমিটার দূরে রাখতে হবে। চেক করে নিতে হবে ডিপ ফ্রিজে বরফ জমে আছে কি না। ফ্রিজের ক্যাপাসিটর বেশি কাজ করা বা শক্তি খরচ করা থেকেও কিন্তু এই শব্দ হতে পারে।
৪. ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমলে
অনেক সময় আমরা দেখি ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমে থাকে। ফ্রিজ যেখানে প্রতিদিনের কাজের ঝামেলা কমিয়ে স্বস্তি এনে দেওয়ার কথা, সেখানে দেখা যায় উল্টো বিড়ম্বনা। অতিরিক্ত তাপমাত্রা কমানো থাকলে ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমে যায়। তাই তাপমাত্রা ঠিক রাখতে হবে। ফ্রিজে এমন বরফের স্তূপ জমলে তা পরিষ্কার করে ফেলতে হবে।
৫. ফ্রিজে পানি জমে থাকলে
ফ্রিজ থেকে খাবার নামাতে গিয়ে দেখলেন আপনার শুকনা খাবার ভিজে একাকার! অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে পানি জমে থাকে। এটা একটা দুশ্চিন্তার বিষয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে ফ্রিজের ভেতরে পানি যাতায়াতের জন্য নলের ভেতরে ছিদ্রের মতো ব্যবস্থা থাকে। আর সেটা দিয়ে পানি যাতায়াত না করতে পারলেই ভেতরে পানি জমে থাকে। এ রকম হলে বেশির ভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয়, কোনো কারণে চিকন নলের ছিদ্রটি বন্ধ হয়ে বা আটকে গেছে। এই আটকানো বন্ধ করতে হলে তা পরিষ্কার করে নিতে হবে। সে জন্য চিকন ব্রাশের প্রয়োজন হয়। চাইলে আপনি পুরোনো হয়ে যাওয়া দাঁতের ব্রাশ ব্যবহার করেও এটি পরিষ্কার করতে পারেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো ।বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।