৩. ফ্রিজ থেকে সারাক্ষণ জোরে জোরে শব্দ হলে
স্বাভাবিকভাবে চলার সময় ফ্রিজ থেকে হালকা শব্দ বের হয়। একটা নির্দিষ্ট সময় পরপর, থেমে থেমে এই শব্দ আমরা শুনতে পাই। কিন্তু ফ্রিজে যখন সমস্যা দেখা দেয়, তখন এই শব্দ সারাক্ষণই হতে থাকে। এবং তা খুব জোরে জোরে। এমন সমস্যায় দেখতে হবে আপনার ফ্রিজটি কি দেয়ালের গা ঘেঁষে রাখা আছে কি না। ফ্রিজ দেয়াল থেকে কমপক্ষে ১০ সেন্টিমিটার দূরে রাখতে হবে। চেক করে নিতে হবে ডিপ ফ্রিজে বরফ জমে আছে কি না। ফ্রিজের ক্যাপাসিটর বেশি কাজ করা বা শক্তি খরচ করা থেকেও কিন্তু এই শব্দ হতে পারে।
৪. ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমলে
অনেক সময় আমরা দেখি ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমে থাকে। ফ্রিজ যেখানে প্রতিদিনের কাজের ঝামেলা কমিয়ে স্বস্তি এনে দেওয়ার কথা, সেখানে দেখা যায় উল্টো বিড়ম্বনা। অতিরিক্ত তাপমাত্রা কমানো থাকলে ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমে যায়। তাই তাপমাত্রা ঠিক রাখতে হবে। ফ্রিজে এমন বরফের স্তূপ জমলে তা পরিষ্কার করে ফেলতে হবে।
৫. ফ্রিজে পানি জমে থাকলে
ফ্রিজ থেকে খাবার নামাতে গিয়ে দেখলেন আপনার শুকনা খাবার ভিজে একাকার! অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে পানি জমে থাকে। এটা একটা দুশ্চিন্তার বিষয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে ফ্রিজের ভেতরে পানি যাতায়াতের জন্য নলের ভেতরে ছিদ্রের মতো ব্যবস্থা থাকে। আর সেটা দিয়ে পানি যাতায়াত না করতে পারলেই ভেতরে পানি জমে থাকে। এ রকম হলে বেশির ভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয়, কোনো কারণে চিকন নলের ছিদ্রটি বন্ধ হয়ে বা আটকে গেছে। এই আটকানো বন্ধ করতে হলে তা পরিষ্কার করে নিতে হবে। সে জন্য চিকন ব্রাশের প্রয়োজন হয়। চাইলে আপনি পুরোনো হয়ে যাওয়া দাঁতের ব্রাশ ব্যবহার করেও এটি পরিষ্কার করতে পারেন।