বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা ‘শিবির সভাপতি’

- আপডেট সময় : ১২:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 140
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নামে ছয় বছর ধরে কার্যক্রম চালিয়ে আসা সাংগঠনিক সম্পাদক মো. আম্মান হোসেন আসলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি! সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ২০২২ সাল থেকে ছাত্রশিবিরের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। অথচ, ২০১৯ সাল থেকে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম কমিটিতে দেখা যাচ্ছে।
জানা গেছে, ছয় বছর ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন আম্মান। তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি নিজেই তার আরেক পরিচয় তুলে ধরে জানান, তিনি আসলে ছাত্রশিবিরের সদস্য। তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। ২০২২ সাল থেকে এ দায়িত্ব পালন করছেন তিনি।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর আম্মান হোসেন নিজেই তার ছাত্রশিবিরের সদস্যপদ প্রকাশ করেন। তার নেতৃত্বেই বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
ছাত্রশিবিরের সদস্য হয়েও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটিতে কেন যুক্ত হয়েছিলেন – এমন প্রশ্নে আম্মান হোসেন রাজনৈতিক কৌশলের কথা বলেন। তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তার সময়ে তেমন সক্রিয় ছিল না। এমনকি ছাত্রলীগের মিছিলেও তাকে দেখা গিয়েছে। এ ব্যাপারে আম্মান বলেন, কৌশলের অংশ হিসেবেই তিনি ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছেন এবং সাবেক ঢাকসুর জিএস ও তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে ছবি তুলেছেন।
ছাত্রশিবিরের বাকি সদস্যদের কথা জানতে চাইলে আম্মান বলেন, শিগগিরই বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কমিটি আত্মপ্রকাশ করবে। তখনই সবার নাম সামনে আসবে।
পারিবারিক ভাবেই তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন আম্মান। তার প্রয়াত চাচা জামায়াতে ইসলামীর নরসিংদী জেলার সেক্রেটারি ছিলেন। এছাড়া তার ছোট চাচাও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি ছিলেন।
উল্লেখ্য, মো. আম্মান হোসেনের গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায়। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।