ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবরের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেয় ‘প্রথম আলো’ সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চাপমুক্ত প্রশাসন এবং ড. ইউনূসের দর্শন ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা? গ্যাস-বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ মোদি-হাসিনা মাইনাস: ট্রাম্পের আস্থায় এখন ড. ইউনূস! মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে ভাইরাল ভিডিওর আসল ঘটনা আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’: শেখ হাসিনা অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত ইন্টারপোলের জালে বেনজীর হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে! এটুআই ছিল মিলেমিশে লুটপাটের প্রকল্প আওয়ামী লুটপাটে পঙ্গু ইডিসিএল বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার ‘দুঃখিত, আপা! এটাই শেষ!!’ : হাসিনার উদ্দেশ্য প্রেস সচিব জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মচ্ছব

বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতার নিউমার্কেট, ধুঁকছেন ব্যবসায়ীরা

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 27
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছরের শুরুতে কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক কম থাকায় বন্ধ হতে চলছে খাবার হোটেল থেকে শুরু করে রকমারি শাল-কাপড়ের দোকান। নিউমার্কেট চত্বরের কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মারকুইস স্ট্রিটসহ নিউমার্কেট এলাকায় ছোটবড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের জুলাই থেকেই পরিস্থিতি একটু একটু খারাপ হতে শুরু করে। চলতি ফেব্রুয়ারিতে পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপে দাঁড়িয়েছে। টানা ছয় মাস এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। এ অবস্থায় কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন, কেউ বা গোটানোর কথা ভাবছেন। করোনা মহামারি চলাকালেও কলকাতায় এই মিনি বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়নি।

নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় টেবিল পেতে যারা মোবাইলের সিম বিক্রি করতো, বাংলাদেশি পর্যটকের অভাবে তাদেরও মাথায় হাত। হাতে টানা রিকশা থেকে মোড়ের ফলের দোকান- সবারই এক অবস্থা।

অন্যদিকে, বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুদ্রা বিনিময়ের দোকান। যে কয়টি ‍মুদ্রার দোকান আছে, সেগুলোও বন্ধের মুখে। তাছাড়া তলানিতে নেমেছে কলকাতা-ঢাকা রুটের বাসযাত্রীর সংখ্যাও। প্রতিদিন যেখানে ৩০ থেকে ৩৫টি বাসের চলাচল ছিল, তা এসে দাঁড়িয়েছে ৫ থেকে ১০টিতে।

নিউমার্কেটের একটি পরিচিত খাবারের হোটেল ‘ধানসিঁড়ি রেস্টুরেন্ট’। মাস কয়েক আগেও দিনে গড়ে তিনশর মতো বাংলাদেশি পর্যটক আসতেন এখানে। দম ফেলার ফুরসত পেতেন না হোটেলের কর্মীরা। সেই হোটেলে এখন কার্যত মাছি মারতে হচ্ছে। দিনে মেরেকেটে মাত্র ২০-২৫ জন মানুষ এই হোটেলে খেতে আসছেন।

হোটেলটির কর্মী অশোক মজুমদার বলেন, ১৫ বছর ধরে তারা এই হোটেল ব্যবসায় রয়েছে। ব্যবসায় অনেক উত্থান-পতন এসেছে। পরে পরিস্থিতি স্বাভাবিকও হয়েছে। কিন্তু এবার বোধহয় আর খুব সহজে স্বাভাবিক হচ্ছে না।

তিনি আরও বলেন, এই জায়গাটা বাংলাদেশি পর্যটকদের ওপর বেশি নির্ভরশীল। এখন বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে। তাই রান্না কম করতে হচ্ছে। আগে আমাদের হোটেলে দিনে কমপক্ষে ৩০০ বাংলাদেশি পর্যটক খেতে আসতেন, সেখানে এখন আসছেন ২০-২৫ জন। এরকম চলতে থাকলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় নেই।

নিউমার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক আসলেই তাদের পছন্দের কাশ্মীরি শাল (চাদর) কিনে নিয়ে যান। দেশে ফিরে আত্মীয়-স্বজনদের উপহার হিসেবে দিতেন এই পোশাক। সেই কাশ্মীরি শালের দোকানও বাংলাদেশি পর্যটকদের অভাবে বন্ধের মুখে।

মারকুইস স্ট্রিটে কাশ্মীরি শালের দোকান রয়েছে শ্রীনগরের বাসিন্দা নিসর আহমেদ খানের। গত ২৫ বছর ধরে ভাড়ায় চলেছে ‘কাশ্মীর আর্ট বাজার’ নামে তার দোকান। শেষ আট বছর ধরে পারিবারিক ব্যবসার হাল ধরেছেন ছেলে মুহাম্মদ তালেব। বছর কয়েক আগে করোনার কঠিন সময় পেরিয়েছেন। ভারতসহ গোটা বিশ্বে তার প্রভাব পড়লেও কখনো ব্যবসা বন্ধ করার কথা ভাবতে হয়নি তাদের। কিন্তু বাংলাদেশি পর্যটকদের অভাবে এখন সেই ভাবনা ভাবতে হচ্ছে।

২৫ বছর বয়সী গ্রাজুয়েট মুহাম্মদ তালেব বলেন, বাংলাদেশ থেকে যেসব নাগরিক আসছেন, তারা মূলত মেডিকেল ভিসায় আসছেন। চিকিৎসা করিয়ে দেশে ফেরার সময় তাদের হাতে যদি অর্থ থাকে, তবেই কেনাকাটা করছেন। এ ধরনের গ্রাহকদের ওপর ভিত্তি করে ব্যবসা চালানো কঠিন।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে শীতলতা এসেছে, তাতে গত আড়াই দশক ধরে চালানো ব্যবসা বন্ধ করে কাশ্মীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে নিউমার্কেটে তাদের একটি দোকান বন্ধ করে দিতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতার নিউমার্কেট, ধুঁকছেন ব্যবসায়ীরা

আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

নতুন বছরের শুরুতে কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক কম থাকায় বন্ধ হতে চলছে খাবার হোটেল থেকে শুরু করে রকমারি শাল-কাপড়ের দোকান। নিউমার্কেট চত্বরের কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মারকুইস স্ট্রিটসহ নিউমার্কেট এলাকায় ছোটবড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের জুলাই থেকেই পরিস্থিতি একটু একটু খারাপ হতে শুরু করে। চলতি ফেব্রুয়ারিতে পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপে দাঁড়িয়েছে। টানা ছয় মাস এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। এ অবস্থায় কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন, কেউ বা গোটানোর কথা ভাবছেন। করোনা মহামারি চলাকালেও কলকাতায় এই মিনি বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়নি।

নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় টেবিল পেতে যারা মোবাইলের সিম বিক্রি করতো, বাংলাদেশি পর্যটকের অভাবে তাদেরও মাথায় হাত। হাতে টানা রিকশা থেকে মোড়ের ফলের দোকান- সবারই এক অবস্থা।

অন্যদিকে, বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুদ্রা বিনিময়ের দোকান। যে কয়টি ‍মুদ্রার দোকান আছে, সেগুলোও বন্ধের মুখে। তাছাড়া তলানিতে নেমেছে কলকাতা-ঢাকা রুটের বাসযাত্রীর সংখ্যাও। প্রতিদিন যেখানে ৩০ থেকে ৩৫টি বাসের চলাচল ছিল, তা এসে দাঁড়িয়েছে ৫ থেকে ১০টিতে।

নিউমার্কেটের একটি পরিচিত খাবারের হোটেল ‘ধানসিঁড়ি রেস্টুরেন্ট’। মাস কয়েক আগেও দিনে গড়ে তিনশর মতো বাংলাদেশি পর্যটক আসতেন এখানে। দম ফেলার ফুরসত পেতেন না হোটেলের কর্মীরা। সেই হোটেলে এখন কার্যত মাছি মারতে হচ্ছে। দিনে মেরেকেটে মাত্র ২০-২৫ জন মানুষ এই হোটেলে খেতে আসছেন।

হোটেলটির কর্মী অশোক মজুমদার বলেন, ১৫ বছর ধরে তারা এই হোটেল ব্যবসায় রয়েছে। ব্যবসায় অনেক উত্থান-পতন এসেছে। পরে পরিস্থিতি স্বাভাবিকও হয়েছে। কিন্তু এবার বোধহয় আর খুব সহজে স্বাভাবিক হচ্ছে না।

তিনি আরও বলেন, এই জায়গাটা বাংলাদেশি পর্যটকদের ওপর বেশি নির্ভরশীল। এখন বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে। তাই রান্না কম করতে হচ্ছে। আগে আমাদের হোটেলে দিনে কমপক্ষে ৩০০ বাংলাদেশি পর্যটক খেতে আসতেন, সেখানে এখন আসছেন ২০-২৫ জন। এরকম চলতে থাকলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় নেই।

নিউমার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক আসলেই তাদের পছন্দের কাশ্মীরি শাল (চাদর) কিনে নিয়ে যান। দেশে ফিরে আত্মীয়-স্বজনদের উপহার হিসেবে দিতেন এই পোশাক। সেই কাশ্মীরি শালের দোকানও বাংলাদেশি পর্যটকদের অভাবে বন্ধের মুখে।

মারকুইস স্ট্রিটে কাশ্মীরি শালের দোকান রয়েছে শ্রীনগরের বাসিন্দা নিসর আহমেদ খানের। গত ২৫ বছর ধরে ভাড়ায় চলেছে ‘কাশ্মীর আর্ট বাজার’ নামে তার দোকান। শেষ আট বছর ধরে পারিবারিক ব্যবসার হাল ধরেছেন ছেলে মুহাম্মদ তালেব। বছর কয়েক আগে করোনার কঠিন সময় পেরিয়েছেন। ভারতসহ গোটা বিশ্বে তার প্রভাব পড়লেও কখনো ব্যবসা বন্ধ করার কথা ভাবতে হয়নি তাদের। কিন্তু বাংলাদেশি পর্যটকদের অভাবে এখন সেই ভাবনা ভাবতে হচ্ছে।

২৫ বছর বয়সী গ্রাজুয়েট মুহাম্মদ তালেব বলেন, বাংলাদেশ থেকে যেসব নাগরিক আসছেন, তারা মূলত মেডিকেল ভিসায় আসছেন। চিকিৎসা করিয়ে দেশে ফেরার সময় তাদের হাতে যদি অর্থ থাকে, তবেই কেনাকাটা করছেন। এ ধরনের গ্রাহকদের ওপর ভিত্তি করে ব্যবসা চালানো কঠিন।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে শীতলতা এসেছে, তাতে গত আড়াই দশক ধরে চালানো ব্যবসা বন্ধ করে কাশ্মীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে নিউমার্কেটে তাদের একটি দোকান বন্ধ করে দিতে হয়েছে।