বাংলাদেশের ইলিশে মাত কলকাতা

- আপডেট সময় : ০৭:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / 146
বাংলাদেশ থেকে ইলিশ পৌঁছেছে ভারতে। তারপর বাক্স থেকে তা বের হয়ে ছড়িয়ে পড়েছে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে। পাতিপুকুর, কলকাতা ও হাওড়ার কয়েকটি পাইকারি বাজারে ক্রেতাদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। দুই ধরনের ইলিশই পৌঁছেছে সেসব বাজারে-কিছু ইলিশ এক কেজি বা তার বেশি ওজনের আর কিছু ইলিশ এক কেজির কম ওজনের।
কলকাতার বিভিন্ন বাজারে বিক্রেতারা বাংলাদেশের ইলিশ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। মানিকতলা, গড়িয়াহাট, লেক মার্কেটের মতো বড় বাজারে তো বটেই, অন্য ছোট বাজারেও বিক্রি হচ্ছে এই ইলিশ। এর মধ্যে গড়িয়াহাট বাজার বাংলাদেশের ইলিশে জমজমাট।
পাইকারি বাজারে এক কেজির থেকে বড় ইলিশের দাম উঠেছে এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা। এক কেজির নিচের ইলিশের দাম এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকা। এই ইলিশ যখন বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, তখন তার দাম কেজিপ্রতি চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ফলে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ এলেও তা হয়ত অনেকের ধরাছোঁয়ার বাইরে। তা সত্ত্বেও সাধারণ মধ্যবিত্ত মানুষ অন্য খাতে খরচ কমিয়ে ইলিশ কিনে রসনা তৃপ্তি করছেন।