ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ এ বছর শীত কম হবে, নাকি বেশি হবে? শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানাল মোদি সরকার আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলার প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ সীমান্ত এলাকায় আরাকান আর্মি, কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে? শেখ পরিবারের কে কোথায় আছেন? শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবে ভুয়া মুক্তিযোদ্ধারা: উপদেষ্টা শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাঁথা শুনলেন প্রধান উপদেষ্টা ইজতেমায় ১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্কতা ‘শেখ হাসিনা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন’ দিল্লিকে ঢাকা লন্ডনে দেখা মিলল পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য ‘সমীচীন’ নয়: দিল্লিকে ঢাকা বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘দৃঢ় ও ঘনিষ্ঠ’: ড. ইউনূস ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের খবর ভুয়া

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 69
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এটি নিয়ে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা একটি প্রতিবেদনও প্রচার করেছে। তবে, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করা হয়নি। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

গতকাল বুধবার রিপাবলিক বাংলা ‘বাংলাদেশে বন্ধ হল ভারতীয় স্যাটেলাইট চ্যানেল!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে। রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও প্রতিবেদনটি শেয়ার করা হয়।

এরপর প্রতিবেদনটির ভিডিও ক্লিপ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে একই দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশে বন্ধ হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে সম্প্রচার বন্ধ করা হলো’ দাবিতে একাধিক পেজ থেকে পোস্ট শেয়ার হতে দেখা যায়। বেশ কিছু পোস্টে রিপাবলিক বাংলাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
রিপাবলিক টিভি বাংলায় প্রচারিত সংবাদটিতে বলা হয়, ‘এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং।

বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত স্যাটেলাইন চ্যানেল। ঠিকই শুনছেন…মুহাম্মদ ইউনূস সরকার, তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার…ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মুহাম্মদ ইউনূসের?…ভারত বিদ্বেষের আরো এক নজির। বাংলাদেশে আরো এক নজির গড়লেন ইউনূস সরকার। ইতিহাসে এটা লেখা হচ্ছে।
প্রত্যেকে মনে রাখবেন। আপনি ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিচ্ছেন।’
প্রতিবেদনটি ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা গেছে। ইউটিউব সংবাদটির কমেন্টে একজন লিখেছেন, ‘জাগো হিন্দুস্থানের হিন্দু’। আরেকজন মন্তব্য করেন ‘যুদ্ধের দিকে বাংলাদেশ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিষয়টি শেয়ার করে লেখেন, ‘আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার, সময়োপযোগী সিদ্ধান্ত’। আরেকজন লেখেন, ‘সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমেই ভারত প্রীতি তৈরি হয়েছিল! এইটা বন্ধ করেই দেশপ্রেমের পরিচয় দেয়া শুরু হলো!’

বিষয়টি যাচাই করতে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম শামীমের সঙ্গে কথা বলেছে ডিসমিসল্যাব। তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে ভারতীয় চ্যানেলগুলো আগে চলছিল, এখনো সেগুলো সম্প্রচারিত হচ্ছে। সরকারের এ ধরনের নির্দেশনার বিষয়েও তাদের জানা নেই।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খানও একই কথা জানিয়েছেন। ডিসমিসল্যাবকে তিনি জানান, ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার বিষয়ে কোনো সরকারি নির্দেশনা দেওয়া হয়নি।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদনের কারণে নিন্দার মুখে পড়ে রিপাবলিক বাংলা। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়ানোর অভিযোগে গত ১০ নভেম্বর ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ-ব্লক করতে আইনি নোটিশও পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের খবর ভুয়া

আপডেট সময় : ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

 

বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এটি নিয়ে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা একটি প্রতিবেদনও প্রচার করেছে। তবে, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করা হয়নি। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

গতকাল বুধবার রিপাবলিক বাংলা ‘বাংলাদেশে বন্ধ হল ভারতীয় স্যাটেলাইট চ্যানেল!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে। রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও প্রতিবেদনটি শেয়ার করা হয়।

এরপর প্রতিবেদনটির ভিডিও ক্লিপ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে একই দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশে বন্ধ হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে সম্প্রচার বন্ধ করা হলো’ দাবিতে একাধিক পেজ থেকে পোস্ট শেয়ার হতে দেখা যায়। বেশ কিছু পোস্টে রিপাবলিক বাংলাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
রিপাবলিক টিভি বাংলায় প্রচারিত সংবাদটিতে বলা হয়, ‘এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং।

বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত স্যাটেলাইন চ্যানেল। ঠিকই শুনছেন…মুহাম্মদ ইউনূস সরকার, তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার…ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মুহাম্মদ ইউনূসের?…ভারত বিদ্বেষের আরো এক নজির। বাংলাদেশে আরো এক নজির গড়লেন ইউনূস সরকার। ইতিহাসে এটা লেখা হচ্ছে।
প্রত্যেকে মনে রাখবেন। আপনি ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিচ্ছেন।’
প্রতিবেদনটি ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা গেছে। ইউটিউব সংবাদটির কমেন্টে একজন লিখেছেন, ‘জাগো হিন্দুস্থানের হিন্দু’। আরেকজন মন্তব্য করেন ‘যুদ্ধের দিকে বাংলাদেশ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিষয়টি শেয়ার করে লেখেন, ‘আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার, সময়োপযোগী সিদ্ধান্ত’। আরেকজন লেখেন, ‘সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমেই ভারত প্রীতি তৈরি হয়েছিল! এইটা বন্ধ করেই দেশপ্রেমের পরিচয় দেয়া শুরু হলো!’

বিষয়টি যাচাই করতে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম শামীমের সঙ্গে কথা বলেছে ডিসমিসল্যাব। তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে ভারতীয় চ্যানেলগুলো আগে চলছিল, এখনো সেগুলো সম্প্রচারিত হচ্ছে। সরকারের এ ধরনের নির্দেশনার বিষয়েও তাদের জানা নেই।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খানও একই কথা জানিয়েছেন। ডিসমিসল্যাবকে তিনি জানান, ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার বিষয়ে কোনো সরকারি নির্দেশনা দেওয়া হয়নি।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদনের কারণে নিন্দার মুখে পড়ে রিপাবলিক বাংলা। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়ানোর অভিযোগে গত ১০ নভেম্বর ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ-ব্লক করতে আইনি নোটিশও পাঠানো হয়।