শিরোনাম ::
বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার জরুরি: টিআইবি
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / 52
শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সেই সঙ্গে গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন তিনি।
শনিবার সকালে ঢাকার মাইডাস সেন্টারে আইন বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। টিআইবি ও সুপ্রিম কোর্টে রিপোর্টাস ফোরাম এই কর্মশালা আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান জানান, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।
কর্মশালায় বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।