শিরোনাম ::
বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৫:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / 66
চলতি বছরের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি।
বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আছেন– বাংলাদেশের রিক্তা আক্তার বানু। রিক্তা একজন নার্স, তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চলে নার্স রিক্তা আক্তার বানুর বাড়ি। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তার নিজের মেয়ে অটিস্টিক ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাকে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা।