ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ জুন ২০২৫, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় ড. ইউনূসকে ঈদগাহের মুসল্লিরাঃ আপনি ৫ বছর দায়িত্বে থাকুন, এটাই দেশের মানুষের চাওয়া বাংলাদেশে বিশ্বমানের হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যখাতে বিপ্লবের সূচনা! খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান পররাষ্ট্র নীতিতে ড. ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী! ৩ এপ্রিলও ছুটির প্রস্তাব, মিলতে পারে ৯ দিনের ছুটি বউয়ের টিকটকেই ধরা সন্ত্রাসী ছোট সাজ্জাদ, ‘ক্লু’ ছিল গাড়িতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের পরিচয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের পরিচয় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সব প্রমাণ সরকারের কাছে আছে জেলায় জেলায় সরকারি অর্থে ‘আওয়ামী পল্লি’

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের!

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৭:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 91
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! অভিনব প্রতিবাদে মুলতুবি হল অধিবেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
অভিনব প্রতিবাদ দেখা গেল নিউজিল্যান্ডের পার্লামেন্টে। একটি বিলের প্রতিবাদে বিলটি ছিঁড়ে সংসদেই নাচ শুরু করতে দেখা গেল তরুণী সাংসদকে।

অভিনব প্রতিবাদ। প্রতিবাদের নয়া ধরন এবার দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদভবনেই নাচলেন তরুণী সাংসদ। উত্তেজিত অবস্থায় তাঁকে বিল ছিড়ে ফেলতে দেখা যায়। তার পরেই নিজের স্থান ছেড়ে মধ্যস্থলে এসে নাচ শুরু করেন তিনি। ঐতিহ্যবাহী হাকা ডান্সের তালে তালে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে। শুধু তাই নয়, গ্যালারিতেও একই ছন্দে শুরু হয় নাচ। নাচের মধ্যে দিয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও এই কাণ্ডকে অভব্য আচরণ ধরে নিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশন।

নিউজিল্যান্ড পার্লামেন্টের ঘটনা
সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাইপি মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন। তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যেই তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি।

তরুণী সাংসদের অভিনব প্রতিবাদ
সরাসরি নিজের স্থান ছেড়ে বেরিয়ে চলে আসেন সংসদের মধ্যস্থলে। একটি বিশেষ নৃত্যশৈলির তালে তালে। সেটি হল হাকা। হানার এই অভিনব প্রতিবাদে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেখা যায় আরও দুজনকে। এক পুরুষ ও এক মহিলা এগিয়ে আসেন হানার পাশে। তাঁর সঙ্গে তালে তালে শুরু করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচ।

ভাইরাল ভিডিয়ো

প্রতিবাদ সংক্রমক। প্রতিবাদের ভঙ্গিও। হানার নাচের ওই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সেখানে উপস্থিত অন্যান্যরাও নাচতে শুরু করেন একই তালে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর পর অধিবেশন সাসপেন্ড করে দেওয়া হয়। ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের!

আপডেট সময় : ০৭:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! অভিনব প্রতিবাদে মুলতুবি হল অধিবেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
অভিনব প্রতিবাদ দেখা গেল নিউজিল্যান্ডের পার্লামেন্টে। একটি বিলের প্রতিবাদে বিলটি ছিঁড়ে সংসদেই নাচ শুরু করতে দেখা গেল তরুণী সাংসদকে।

অভিনব প্রতিবাদ। প্রতিবাদের নয়া ধরন এবার দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদভবনেই নাচলেন তরুণী সাংসদ। উত্তেজিত অবস্থায় তাঁকে বিল ছিড়ে ফেলতে দেখা যায়। তার পরেই নিজের স্থান ছেড়ে মধ্যস্থলে এসে নাচ শুরু করেন তিনি। ঐতিহ্যবাহী হাকা ডান্সের তালে তালে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে। শুধু তাই নয়, গ্যালারিতেও একই ছন্দে শুরু হয় নাচ। নাচের মধ্যে দিয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও এই কাণ্ডকে অভব্য আচরণ ধরে নিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশন।

নিউজিল্যান্ড পার্লামেন্টের ঘটনা
সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাইপি মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন। তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যেই তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি।

তরুণী সাংসদের অভিনব প্রতিবাদ
সরাসরি নিজের স্থান ছেড়ে বেরিয়ে চলে আসেন সংসদের মধ্যস্থলে। একটি বিশেষ নৃত্যশৈলির তালে তালে। সেটি হল হাকা। হানার এই অভিনব প্রতিবাদে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেখা যায় আরও দুজনকে। এক পুরুষ ও এক মহিলা এগিয়ে আসেন হানার পাশে। তাঁর সঙ্গে তালে তালে শুরু করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচ।

ভাইরাল ভিডিয়ো

প্রতিবাদ সংক্রমক। প্রতিবাদের ভঙ্গিও। হানার নাচের ওই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সেখানে উপস্থিত অন্যান্যরাও নাচতে শুরু করেন একই তালে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর পর অধিবেশন সাসপেন্ড করে দেওয়া হয়। ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।