ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড: মুহাম্মদ ইউনুস ইন্ডিয়ার জায়গামত আঘাত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের ঐক্য ভারত আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য: ড. ইউনূস মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে আ. লীগের দৃষ্টিতে দেখা বন্ধ করতে হবে : ভারতকে নাহিদ ইসলাম “ছাত্রদের ভূমিকা ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা” অশান্তির জন্য মহম্মদ ইউনূসকেই দায়ী করলেন শেখ হাসিনা৷ ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অর্থ পাচার: শ্বেতপত্রে উন্মোচিত সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেন তথ্যযুদ্ধে নেমেছে? ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আসিফ নজরুল কোটি টাকার বাস ৯০ লাখে বানাবে বিআরটিসি ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের খবর ভুয়া ধানমন্ডি লেকে হবে ‘বিদ্রোহী চত্বর’ সারজি এবং হাসনাতের গাড়ি চাপা দেয়া ট্রাক ও ট্রাকের ড্রাইভার আটক রাষ্ট্রের যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে সংস্কার কমিশনগুলো

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের!

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৭:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! অভিনব প্রতিবাদে মুলতুবি হল অধিবেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
অভিনব প্রতিবাদ দেখা গেল নিউজিল্যান্ডের পার্লামেন্টে। একটি বিলের প্রতিবাদে বিলটি ছিঁড়ে সংসদেই নাচ শুরু করতে দেখা গেল তরুণী সাংসদকে।

অভিনব প্রতিবাদ। প্রতিবাদের নয়া ধরন এবার দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদভবনেই নাচলেন তরুণী সাংসদ। উত্তেজিত অবস্থায় তাঁকে বিল ছিড়ে ফেলতে দেখা যায়। তার পরেই নিজের স্থান ছেড়ে মধ্যস্থলে এসে নাচ শুরু করেন তিনি। ঐতিহ্যবাহী হাকা ডান্সের তালে তালে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে। শুধু তাই নয়, গ্যালারিতেও একই ছন্দে শুরু হয় নাচ। নাচের মধ্যে দিয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও এই কাণ্ডকে অভব্য আচরণ ধরে নিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশন।

নিউজিল্যান্ড পার্লামেন্টের ঘটনা
সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাইপি মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন। তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যেই তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি।

তরুণী সাংসদের অভিনব প্রতিবাদ
সরাসরি নিজের স্থান ছেড়ে বেরিয়ে চলে আসেন সংসদের মধ্যস্থলে। একটি বিশেষ নৃত্যশৈলির তালে তালে। সেটি হল হাকা। হানার এই অভিনব প্রতিবাদে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেখা যায় আরও দুজনকে। এক পুরুষ ও এক মহিলা এগিয়ে আসেন হানার পাশে। তাঁর সঙ্গে তালে তালে শুরু করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচ।

ভাইরাল ভিডিয়ো

প্রতিবাদ সংক্রমক। প্রতিবাদের ভঙ্গিও। হানার নাচের ওই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সেখানে উপস্থিত অন্যান্যরাও নাচতে শুরু করেন একই তালে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর পর অধিবেশন সাসপেন্ড করে দেওয়া হয়। ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের!

আপডেট সময় : ০৭:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! অভিনব প্রতিবাদে মুলতুবি হল অধিবেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
অভিনব প্রতিবাদ দেখা গেল নিউজিল্যান্ডের পার্লামেন্টে। একটি বিলের প্রতিবাদে বিলটি ছিঁড়ে সংসদেই নাচ শুরু করতে দেখা গেল তরুণী সাংসদকে।

অভিনব প্রতিবাদ। প্রতিবাদের নয়া ধরন এবার দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদভবনেই নাচলেন তরুণী সাংসদ। উত্তেজিত অবস্থায় তাঁকে বিল ছিড়ে ফেলতে দেখা যায়। তার পরেই নিজের স্থান ছেড়ে মধ্যস্থলে এসে নাচ শুরু করেন তিনি। ঐতিহ্যবাহী হাকা ডান্সের তালে তালে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে। শুধু তাই নয়, গ্যালারিতেও একই ছন্দে শুরু হয় নাচ। নাচের মধ্যে দিয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও এই কাণ্ডকে অভব্য আচরণ ধরে নিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশন।

নিউজিল্যান্ড পার্লামেন্টের ঘটনা
সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাইপি মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন। তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যেই তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি।

তরুণী সাংসদের অভিনব প্রতিবাদ
সরাসরি নিজের স্থান ছেড়ে বেরিয়ে চলে আসেন সংসদের মধ্যস্থলে। একটি বিশেষ নৃত্যশৈলির তালে তালে। সেটি হল হাকা। হানার এই অভিনব প্রতিবাদে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেখা যায় আরও দুজনকে। এক পুরুষ ও এক মহিলা এগিয়ে আসেন হানার পাশে। তাঁর সঙ্গে তালে তালে শুরু করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচ।

ভাইরাল ভিডিয়ো

প্রতিবাদ সংক্রমক। প্রতিবাদের ভঙ্গিও। হানার নাচের ওই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সেখানে উপস্থিত অন্যান্যরাও নাচতে শুরু করেন একই তালে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর পর অধিবেশন সাসপেন্ড করে দেওয়া হয়। ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।