শিরোনাম ::
বৃষ্টি বন্ধের জন্য দুআ
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৬:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ৫০০৮ বার পড়া হয়েছে
মদীনায় লাগাতার বৃষ্টি হচ্ছে৷ পুরো এক সপ্তাহ ধরে চলছে৷ এক লোক এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! পানিতে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে৷ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে৷ আপনি বৃষ্টি বন্ধের জন্য দুআ করুন৷ রাসূলুল্লাহ দুআ করলেন-
للَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ.
(আল্লা-হুম্মা হাওয়ালাইনা ওয়ালা ‘আলাইনা। আল্লা-হুম্মা আলাল-আ-কা-মি ওয়ায্যিরা-বি ওয়াবুতূনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার)
হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় (বর্ষণ করুন), আমাদের উপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে (বর্ষণ করুন)।