ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া
- আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ, একটি দৈন্যতা মাত্র।
কেন এই পদত্যাগপত্র #ভুয়া?
➡️তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ ২০২১ সালে শেষ!
➡️লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট
➡️পদত্যাগ পত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিলো।
➡️শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য।
➡️৫ই আগষ্ট ছিলো ২১ শ্রাবণ, পদত্যাগ পত্রে দেওয়া ২০ শ্রাবণ!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পদত্যাগপত্র সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই স্যোশালে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কিছু সংবাদও প্রকাশিত হয়েছে। তবে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি জন্ম দিয়েছে অনেক কৌতূহলের। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া।
পদত্যাগপত্রে বেশ কিছু অসঙ্গতিও খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার। তারা বলেছে, চিঠিতে ইংরেজি ০৫ আগস্টকে বাংলা ২০ শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলা ২১ শ্রাবণ। এছাড়া সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও ভাইরাল পদত্যাগপত্রে ইংরেজি তারিখ উপরে রয়েছে। অপরদিকে পদত্যাগপত্রে বিভিন্ন বাক্যে ব্যবহৃত যতিচিহ্ন মোবাইলে টাইপ করা বলে এর গঠন দেখে স্পষ্ট হয়েছে সংস্থাটি।
অপরদিকে এএফপির ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দীন শিশির ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই চিঠির উৎস কী? কে বা কারা এটি প্রকাশ করেছে তা কেউ জানে না! সবাই ফেসবুকে পেয়েছেন! ফেসবুকেও কে প্রথম প্রকাশ করেছে তাও এখন পর্যন্ত স্পষ্ট না।